এই টেস্টে ভারতের পেসাররা শ্রীলঙ্কার মোট ১৭ টি উইকেট নিয়েছেন। এরমধ্যে ভূবনেশ্বর কুমার ৮, মহম্মদ শামি ৬ এবং উমেশ যাদব ৩ উইকেট নিয়েছেন।
2/8
এমনটা নয় যে, স্পিনাররা উইকেট পাননি, পেসাররাও উইকেট পাননি।
3/8
ইডেন টেস্টে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা-এই দুই স্পিনারকে দলে রেখেছিল ভারত। পুরো টেস্ট ম্যাচে তাঁরা হাত ঘোরালেন মাত্র ১০ ওভার।
4/8
৫ দিনের টেস্টে ম্যাচে কোনও ভারতীয় স্পিনার দেশের মাঠে উইকেট পাননি, এমন ঘটনা ৮৫ বছরের ইতিহাসে বিরল।
5/8
১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে ভারতীয় দলের কোনও স্পিনারই উইকেট পেলেন না।
6/8
ইডেন টেস্টে ছিল অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে শ্রীলঙ্কার পেসার সুরঙ্গা লাকমল ও ভারতীয় ফাস্ট বোলারদের দাপট। কিন্তু এই টেস্টে এমন একটি ঘটনা ঘটল যা ঘরের মাঠে ২৬২ টেস্ট ম্যাচের ইতিহাসে এর আগে ঘটেনি।
7/8
শেষদিনের শেষ সেসনে ভারতীয় পেসারদের সামলাতে কার্যত হিমশিম অবস্থা হয় শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। জয়ের প্রায় কিনারায় পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু খারাপ আলোর সমস্যা পঞ্চম দিনেই থাকল। তাই নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ করতে হয়।
8/8
ইডেন টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াল খারাপ আলো। শেষদিনে রীতিমতো জমে ওঠে খেলা। দ্বিতীয় ইনিংসে ভারতের দেওয়া জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খেলা বন্ধ হওয়ার আগে ৭ উইকেটে হারায় শ্রীলঙ্কা। করে মাত্র ৭৫ রান।