Copa America 2024: কলম্বিয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ম্যাচ ড্র, কোপার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে
Copa America: কোপার আমেরিকার গ্রুপ 'ডি'-র রানার্স আপ হিসাবে টুর্নামেন্টের শেষ আটে পৌঁছল ব্রাজিল ফুটবল দল।
নয়াদিল্লি: হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা ছিল। হলও তাই। ৯০ মিনিটের লড়াই শেষে সমতায় শেষ হল ব্রাজিল বনাম কলম্বিয়ার (BRA vs COL) ম্যাচ। এই ম্যাচ ড্র হওয়ার সুবাদেই কোপা আমেরিকার (Copa America 2024) কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান পাকা করে ফেলল সেলেসাওরা।
সাত পয়েন্ট নিয়ে গ্রুপ 'ডি'-র শীর্ষে শেষ করল কলম্বিয়া। অপরদিকে,পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে শেষ আটে ব্রাজিল। উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবেন রাফিনহারা (Raphinha)। অল্পের জন্য কোস্টা রিকার পরের রাউন্ডে যাওয়া হল না। চার পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে শেষ করল তারা। তিনটি ম্যাচের তিনটতেই হেরে গ্রুপের লাস্টবয় প্যারাগুয়ে।
Taking a final look at Group D 📊 pic.twitter.com/DrDqSWPV55
— CONMEBOL Copa América™️ ENG (@copaamerica_ENG) July 3, 2024
এদিন ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলে। ম্যাচের শুরুতে আট মিনিটের মাথায় গোলের প্রথম বড় সুযোগটি পায় কলম্বিয়া। হামেসের রডরিগেজের ফ্রি-কিক বারে লেগে ফিরে আসে। তবে ব্রাজিল সুযোগ হাতছাড়া করেনি। প্রথম গোলটি তারাই করে। বাঁ পায়ের অনবদ্য ফ্রি-কিক থেকে ১২ মিনিটে সেলেসাওদের এগিয়ে দেন রাফিনহা। কলম্বিয়া গোলরক্ষক কামিলো ভারগাসের কাছে শট প্রতিহত করার কোনও সুযোগই ছিল না। ১-০ এগিয়ে যায় নয়বারের কোপা চ্যাম্পিয়নরা।
হামেস রডরিগেজ ১৬ মিনিটের মাথায় ফের একবার গোলের ভাল সুযোগ পেয়েও হাতছাড়া করেন। তবে প্রথমার্ধের স্টপেজ় টাইমে ব্রাজিলের জালে বল জড়াতে কোনওরকম ভুল করেননি দানিয়েল মুনোজ়। ১-১ শেষ প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি। ৮৪ মিনিটে জোড়া গোলের সুযোগ পেয়েই হামেসরা সেই সুযোগ হাতছাড়া করেন। স্টপেজ টাইমের পঞ্চম মিনিটে আন্দ্রেস পারেরার শট প্রতিহত করেন কলম্বিয়ান গোলরক্ষক। ফলে ম্যাচ সমতায় শেষ হয়। এর জেরে কলম্বিয়ার অপরাজিত দৌড় অব্যাহত রইল। আপাতত হামেসরা ২৬ ম্যাচ অপরাজিত।
তপ্ত দুপুরে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে মাঠেও কিন্তু ফুটবলারদের মধ্যে গরমাগরমি দেখা যায়। পাঁচ পাঁচটি হলুদ কার্ড দেখান রেফারি। এদের মধ্যে ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়ারও। রডরিগেজকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়াস জুনিয়ার। গ্রুপ পর্বে দুইটি হলুদ কার্ড দেখায় ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য নির্বাসিত হলেন ভিনিসিয়াস। নিঃসন্দেহে এটা ব্রাজিলের জন্য বিরাট উদ্বেগের। তাঁর বদলে শেষ চারে পৌঁছনোর লড়াইযে দোরিভাল জুনিয়ার কার উপর আস্থা দেখান, তা দেখার বিষয় হতে চলেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ঘরে ফেরার পালা, দুই বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই প্রভাতের