Argentina Football Team: সেমিফাইনালে শুরু থেকেই মেসি-দি'মারিয়া-আলভারেজ? আগ্রাসী পরিকল্পনা সাজাচ্ছে আর্জেন্তিনা
Copa America 2024: কোপা আমেরিকার চার সেমিফাইনালিস্ট দলই চূড়ান্ত হয়ে গেল। আর্জেন্তিনা খেলবে কানাডার বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়ে খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে।
নিউ জার্সি: কোপা আমেরিকার (Copa America 2024) সেমিফাইনালে আর্জেন্তিনা বনাম কানাডা (Argentina va Canada) ম্যাচের আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই কানাডাকে ২-০ গোলে হারিয়েছিলেন লিওনেল মেসিরা (Lionel Messi)। শেষ চারে ফের একই প্রতিপক্ষ। তবে সেই কানাডা আর সেমিফাইনালের কানাডার মধ্যে তফাত রয়েছে। কারণ, আর্জেন্তিনার কাছে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পরাজয়ের পর থেকে আর হারেনি কানাডা। পেরু ও ভেনেজুয়েলাকে হারিয়েছে। ড্র করেছে চিলির সঙ্গে। আর্জেন্তিনাকেও পরীক্ষার মুখে ফেলতে পারে প্রথমবার কোপা আমেরিকা খেলতে নামা দল।
তবে কানাডার বিরুদ্ধে আগ্রাসী মেজাজে খেলতে চায় আর্জেন্তিনা। লিওনেল স্কালোনির কৌশলেও যেন সেই ঝাঁঝ। সূত্রের খবর, কানাডার বিরুদ্ধে ম্যাচে ৪-৩-৩ ছকে দল সাজাতে পারেন স্কালোনি। শুরু থেকে খেলানো হতে পারে লিওনেল মেসি, অ্যাঙ্খেল দি'মারিয়া ও হুলিয়ান আলভারেজ়কে।
ইকুয়েডরের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলেননি দি'মারিয়া। চোট ছিল মেসিরও। ঊরুর চোটের জন্য পেরুর বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও খেলেননি মেসি। ইকুয়েডরের বিরুদ্ধে মাঠে নামলেও নিষ্প্রভ ছিলেন। টাইব্রেকারে মেসির পানেনকা শট ক্রসবারে লেগে ফিরে এসেছিল। কানাডার বিরুদ্ধে মেসি নিজের সেরা ছন্দে খেলতে পারেন কি না, দেখতে মুখিয়ে রয়েছেন ফুটবলপ্রেমীরা।
#SelecciónMayor Con la mira 🎯puesta en la semifinal de @CopaAmerica 2024.
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) July 8, 2024
¡Con todo @Argentina! 💪🏼🇦🇷 pic.twitter.com/w0CQ4Hwsk1
দি'মারিয়া ও আলভারেজ় শুরু থেকে খেলা মানে আক্রমণাত্মক ফুটবল খেলার রাস্তায় হাঁটতে চলেছে আর্জেন্তিনা। বিশ্বকাপে নজর কেড়েছিলেন আলভারেজ়। আর্জেন্তিনা ফুটবলের পরবর্তী তারকা হয়ে ওঠার গুণ রয়েছে তাঁর। সেমিফাইনালে জ্বলে উঠতে পারবেন?
পানামাকে ৫ গোলে হারিয়ে সেমিফাইনালে কলম্বিয়া
কোপা আমেরিকার চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনালে পানামাকে ৫-০ গোলে বিধ্বস্ত করল কলম্বিয়া। পৌঁছে গেল টুর্নামেন্টের সেমিফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে।
কোপা আমেরিকার চার সেমিফাইনালিস্ট দলই চূড়ান্ত হয়ে গেল। আর্জেন্তিনা খেলবে কানাডার বিরুদ্ধে। ভারতীয় সময় ১০ জুলাই, বুধবার ভোর ৫.৩০-এ হবে সেই ম্যাচ। পরের দিন, অর্থাৎ ভারতীয় সময় ১১ জুলাই, বৃহস্পতিবার ভোর ৫.৩০-এ দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়ে খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে।
আরও পড়ুন: মেদিনীপুরের তরুণের কাছে সেরা উপহার বিশ্বজয়ী দলের সই করা জার্সি, কী বলেছেন প্রধানমন্ত্রী?