EBFC vs MBSG Timing: ফের RG কর প্রতিবাদের ঝড় তোলার ভাবনা, শনিবার কখন-কোথায় দেখবেন মরশুমের প্রথম ডার্বি?
ISL Derby: শনিবার আইএসএলে ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ২ মাসের মাথায়, শনিবার আরও একটা ডার্বি। ISL-এর ডার্বিতে এবার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
কলকাতা: সব কিছু ঠিকঠাক চললে এটা হতে পারত মরশুমের দ্বিতীয় ডার্বি (ISL Derby)। কিন্তু ডুরান্ড কাপের ডার্বি বাতিল হয়েছিল। আর জি কর কাণ্ডে প্রতিবাদের ঢেউ তখন গোটা দেশে আছড়ে পড়ছে। ডুরান্ড কাপের ডার্বিতেও দুই প্রধানের সদস্য, সমর্থকেরা প্রতিবাদের স্বর একত্রিত করার পরিকল্পনা করেছিলেন। পুলিশ জানিয়ে দিয়েছিল, নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তাই বাতিল হয়েছিল ডার্বি। যদিও তাতে প্রতিরোধের কণ্ঠরোধ করা যায়নি। সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামের বাইরেই হয়েছিল প্রতিবাদ আন্দোলন।
শনিবার আইএসএলে ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ২ মাসের মাথায়, শনিবার আরও একটা ডার্বি। ISL-এর ডার্বিতে এবার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ম্য়াচ সেই যুবভারতী স্টেডিয়ামেই। এবারও ম্য়াচ শুরুর আগে আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে ঐক্য়বদ্ধ হবেন ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা। দুই প্রধানের সমর্থকদের দাবি, এই ডার্বি... দ্রোহের ডার্বি।
How excited are you to see Magician Madih in his first #KolkataDerby? 🤩
— East Bengal FC (@eastbengal_fc) October 18, 2024
📍Offline ticket sales (Today & tomorrow) 👉 Maidan and Ruby Hospital More
Online redemption (Today) 👉 Salt Lake Stadium 🏟️
🎟️ Get your tickets online 👉 https://t.co/2x7sU77ixk#JoyEastBengal #ISL… pic.twitter.com/260Mf3An2Z
শনিবার সন্ধে সাড়ে ৭টায় ম্য়াচ শুরু হবে। তার আগে, বিকেল পাঁচটায়, সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামকে মাঝখানে রেখে, একদিকে উল্টোডাঙা, অন্য় দিকে রুবির অভিমুখে মানববন্ধন কর্মসূচি করবেন দুই প্রধানের সমর্থকেরা।
আরও পড়ুন: আইপিএল নিলামে দিল্লির টেবিলে থাকছেন সৌরভ, ২০২৭ সালে ফিরবেন ডিরেক্টর পদে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
কাদের ম্যাচ
ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট
কোথায় খেলা
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
কখন খেলা
১৯ অক্টোবর, ২০২৪, কিক অফ সন্ধ্যা ৭.৩০
সরাসরি সম্প্রচার
স্পোর্টস ১৮ থ্রি (বাংলা), স্পোর্টস ১৮ খেল ও স্পোর্টস ১৮ টু (হিন্দি), স্পোর্টস ১৮ ওয়ান এসডি ও এইচডি (ইংরেজি) চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
অনলাইন স্ট্রিমিং
যাঁরা টিভির সামনে বসার সুযোগ পাবেন না, তাঁরা স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে বাংলা, হিন্দি, ইংরেজি ও মালয়ালি ভাষায় দেখতে পাবেন ম্যাচের সরাসরি সম্প্রচার।
আরও পড়ুন: আইপিএল নিলামে দিল্লির টেবিলে থাকছেন সৌরভ, ২০২৭ সালে ফিরবেন ডিরেক্টর পদে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।