Guinea: রেফারির বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে মাঠে-মাঠের বাইরে তুমুল মারামারি, গিনিতে মৃত একশো!
Football Riot: ফুটবল মাঠে ভয়ানক ছবি। প্রাণ গেল প্রায় শতাধিক মানুষের। গোটা বিশ্বের ফুটবল মহলে গভীর উদ্বেগ তৈরি হল গিনির (Guinea) একটি ঘটনায়।
গিনি: ফুটবল মাঠে ভয়ানক ছবি। প্রাণ গেল প্রায় শতাধিক মানুষের। গোটা বিশ্বের ফুটবল মহলে গভীর উদ্বেগ তৈরি হল গিনির (Guinea) একটি ঘটনায়।
রেফারির একটি সিদ্ধান্তকে ঘিরে অসন্তোষ। আর সেই ক্ষোভই চেহারা নিল ফুটবল দাঙ্গার। গিনির এনজেরেকোরে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০০ সমর্থকের মৃত্যু হয়েছে বলে দাবি সংবাদ সংস্থা সূত্রে। যদিও এ নিয়ে এখনও সরকারিভাবে কোনও বিবৃতি দেয়নি গিনি প্রশাসন।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত। পরে সেই দাঙ্গা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। এমনকী, পুলিশ থানায় আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে।
সংঘর্ষে মোট কজন প্রাণ হারিয়েছেন? মৃতের সংখ্যা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, স্থানীয় হাসপাতালের মর্গ মৃতদেহে কার্যত ভরে গিয়েছে। হাসপাতালের মেঝেতেও নাকি সার দিয়ে শুইয়ে রাখা হয়েছে মৃতদেহ। নাম প্রকাশ করা যাবে না, এই শর্তে সেই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে এই দাঙ্গায়।
সোশ্যাল মিডিয়ায় দাঙ্গার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, মাঠের মধ্যেই সংঘর্ষ শুরু হচ্ছে। পরে তা মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে। ভয়াবহ ছবি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। ফুটবল মাঠে প্রচুর মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতেও দেখা গিয়েছে।
Cerca de 100 personas muertas tras los enfrentamientos durante un partido de futbol en
— Inxiol (@Inxiolchile) December 1, 2024
N'Zerekore.#Guinea / 011224 https://t.co/N3ZNlXFFZZ
মাঠে হাজির ছিলেন এমন একজন জানিয়েছেন, রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সূত্রপাত। মাঠে বেশ কয়েক জন সমর্থক ঢুকে পড়ে হাতাহাতি শুরু করেন বলে দাবি। তারপরই দুই দলের ফুটবলারদের মধ্যেও সংঘর্ষ শুরু হয়। তা ক্রমেই বড় আকার ধারণ করে। উত্তেজিত জনতা এনজেরেকোর থানায় আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন: দশে দশ! সঙ্গে হ্যাটট্রিক! বাইশ গজে ইতিহাস তৈরি করলেন বিহারের স্পিনার
সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, গিনির জুনটা নেতা মামাদি দৌমবৌয়াকে সংবর্ধনা দেওয়ার জন্য আয়োজিত হয়েছিল এই ফুটবল ম্যাচ। ২০২১ সালে বলপূর্বক গিনির ক্ষমতা দখল করেছিলেন যিনি। রাজনৈতিক অস্থিরতার মাঝেই ফুটবল মাঠে ভয়াবহ ছবি দেখা গেল গিনিতে।
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর সিরিজ হেরে গেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে ভারত? কী বলছে অঙ্ক?