Premier League: প্রিমিয়ার লিগের রুদ্ধশ্বাস ম্য়াচে নিউক্যাসেলকে ৩-২ হারাল ম্যাঞ্চেস্টার সিটি
Kevin de Bruyne: ৬৯ মিনিটে পরিবর্ত হিসাবে মাঠে নেমেই দুরন্ত গোল করেন কেভিন ডি ব্রুইন।
লন্ডন: দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। তবে তাঁকে কেন বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডারদের তালিকায় রাখা হয়, তা মাঠে নেমেই প্রমাণ করে দিলেন কেভিন ডি ব্রুইন (Kevin De Bruyne)। প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডের (Newcastle United) বিরুদ্ধে দুরন্ত গোল করলেন তিনি। রুদ্ধশ্বাস ম্যাচে ইনজুরি টাইমের গোলে নিউক্যাসলকে ৩-২ হারাল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। এই জয়ের ফলে এক লাফে লিগ তালিকায় দুই নম্বরে।
ম্যাচের শুরুটা ম্যান সিটির জন্য কিন্তু একেবারেই ভাল হয়নি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই সিটির জালে বল জড়িয়ে দেয় নিউক্যাসেল। তবে অফসাইডের জেরে সেই গোল বাতিল হয়ে যায়। তবে সিটির কিপার এডারসনকে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়। ব্রাজিলিয়ান কিপার কাইল ওয়াকারের সঙ্গে জোর ধাক্কা খান এবং মাঠ ছাড়তে বাধ্য হন। তবে শুরুর ঝড় সামলে সিটি হু হু করে আক্রমণ গড়ে তুলতে থাকে। শেষমেশ বার্নাডো সিলভা ২৬ মিনিটের মাথায় ব্যাকহিলে সুন্দর ফ্লিক সিটির হয়ে গোলের খাতা খোলেন।
A goal and an assist to lead a turnaround on your Premier League return? Not bad at all, Kevin De Bruyne 👏#NEWMCI pic.twitter.com/o0FDnsLGbN
— Premier League (@premierleague) January 13, 2024
তবে পিছিয়ে পড়লেও নিউক্যাসেল কিন্তু হু হু করে আক্রমণ গড়ে তুলতে থাকে ম্যাগপাইজরা। দুই মিনিটের মধ্যে দুইটি গোল করে লিড নিতে সক্ষম হয়ে যায় নিউক্যাসেল। প্রথমার্ধ ২-১ লিড নিয়েই শেষ করে নিউক্যাসেল।
It's like he was never away. pic.twitter.com/sjP82fcuIx
— Premier League (@premierleague) January 13, 2024
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও নিউক্যাসেল ম্যাচে দাপট বজায় রেখেছে। তবে ৬৯ মিনিটে বার্নাডোর বদলে ডি ব্রুইন মাঠে নামতেই ম্যাচের রঙ বদলে যায়। ম্যাচের ৭৪ মিনিটে সিটির হয়ে সমতা ফেরান ডি ব্রুইন। বেলজিয়ান মিডফিল্ডার ৯১তম মিনিটে অস্কার ববের জন্য জয়সূচক গোলের অ্যাসিস্টটি প্রদান করেন। ২০ ম্যাচ শেষে ম্যান সিটির দখলে ৪৩ পয়েন্ট রয়েছে। সিটি লিগ লিডার লিভারপুলের থেকে আপাতত দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: প্রথমার্ধে অস্ট্রেলিয়াকে আটকে দিয়েও ২ গোলে হার মানতে হল সুনীল ছেত্রীদের