I League 2022 : তীরে ডুবল তরি, মহমেডানকে হারিয়ে প্রথম ক্লাব হিসেবে টানা দু'বার আই লিগ গোকুলামের
১২ মিনিটের ব্যবধানে খেলার তিনটি গোল হয়। ম্যাচে সমতা ফেরালেও গোকুলামের দ্বিতীয় গোলের পর আর তাদের রক্ষণ ভাঙতে পারেনি সাদা-কালো শিবির।
কলকাতা : হল না শেষরক্ষা। তীরে এসে ডুবল তরি। মহমেডান স্পোর্টিংকে (Mohammedan Sporting Club) ১-২ গোলে হারিয়ে আই লিগ (I League 2022) খেতাব নিয়ে গেল গোকুলাম এফসি (Gokulam FC)। আই লিগের ইতিহাসে এই প্রথম ক্লাব হিসেবে খেতাব ধরে রাখার তকমা পেল কেরালার ক্লাবটি। খেলার প্রথমার্ধে কোনও দলই গোলের খাতা খুলতে পারেনি।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু মিনিট চারেকের মধ্যে গোকুলাম এগিয়ে যায় রিসাদের গোলে। যদিও মিনিট আটেকের মধ্যে আজহারউদ্দিন মল্লিকের গোলে খেলায় সমতা ফেরায় সাদা-কালো ব্রিগেড। ইতিহাসের ছোঁয়ার গন্ধ পেয়ে কার্যত গর্জে ওঠে যুবভারতী স্টেডিয়াম (YuvaBharati Stadium)। যদিও মাঠমুখো সমর্থক ও মহমেডান শিবিরের আশা দীর্ঘস্থায়ী হয়নি। গোলহজমের চার মিনিটের মধ্যে তথা খেলার ৬১ মিনিটের মাথায় এমিল বেনির গোলে ফের এগিয়ে যায় গোকুলাম। খেলার শেষ পর্ব সাদা-কালো শিবির আক্রমণের ঝাঁঝ বাড়ালেও মহমেডান শিবির আর গোকুলামের রক্ষণ ভাঙতে পারেনি।
কলকাতা লিগ, ডুরান্ড ও চলতি আই লিগেও ১৫ গোল করে মার্কাস জোসেফের দিকে প্রত্যাশা থাকলেও তিনি জ্বলে উঠতে ব্যর্থ হন।
View this post on Instagram
গোকুলাম এফসি ফের একবার আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের শুভেচ্ছা জানানো হয়েছে এআইএফএফের তরফে।