Ind vs Ban, 1st Test : প্রথম ইনিংসের শুরুতে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক উইকেট খুইয়ে চাপে ভারত
Indian Cricket Team : লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে স্কোর বোর্ডে ভারতের সংগ্রহ ছিল ৩ উইকেট হারিয়ে ৮৫ রান
চট্টগ্রাম : শুরুটা খুব একটা ভাল হল না টিম ইন্ডিয়ার (Team India)। লাঞ্চ (Lunch) বিরতিতে যাওয়ার আগে স্কোর বোর্ডে ভারতের সংগ্রহ ছিল ৩ উইকেট হারিয়ে ৮৫ রান।
প্রথম ইনিংসের (First Innings) একদম শুরুর ঘণ্টাখানেক ভালই যাচ্ছিল। কিন্তু, ড্রিঙ্কের পরেই উইকেট খোয়াতে শুরু করে ভারত। শুভমন গিল ও কে এল রাহুল লড়াই জারি রাখেন। এরপর কোহলিকে তুলে নেন তাইজুল ইসলাম। ক্রিজে আসেন ঋষভ পন্থ। সেই সময় ৩ উইকেট খুইয়ে ভারতের সংগ্রহে ৪৮ রান। নিজস্ব স্টাইলে স্পিনের মোকাবিলা শুরু করেন। অপর প্রান্তে পূজারা। এরপর লাঞ্চ বিরতির আগে ভারত তোলে ৮৫ রান।
কিন্তু, ঋষভ পন্থের উইকেট খুইয়ে ফের ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ক্রিজে পূজারা ও শ্রেয়াস আইয়ারের লড়াই জারি। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম এবং একটি করে উইকেট তুলে নিয়েছেন খালেদ আহমেদ ও মেহিদি হাসান মিরাজ।
আজ প্রথম টেস্টে মুখোমুখি ভারত-বাংলাদেশ (India VS Bangladesh)। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। চট্টগ্রামের জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি দুই দল।
বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ ভারতের। এই সিরিজের ওপর ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্য ঝুলে রয়েছে। ফাইনালে পৌঁছতে এই সিরিজের দুই ম্যাচ তো জিততেই হবে, পাশাপাশি টিম ইন্ডিয়াকে ঘরের মাঠেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের চারটি ম্যাচই জিততে হবে।
তবে, বাংলাদেশ শেষ স্থানে রয়েছে। কারণ, তারা ১০টি ম্যাচের মধ্যে মাত্রা একটিতে জিতেছে এবং একটিতে ড্র করেছে। তাছাড়া ফেব্রুয়ারি ২০২০-র পর থেকে তারা ঘরের মাটিতেও কোনও টেস্ট জেতেনি। এমনতী টেস্টেও কোথাও ভারতকে হারায়নি। রোহিত শর্মার অনুপস্থিতিতে এই ম্যাচে দলের অধিনায়কত্ব করছেন কেএল রাহুল, সহ-অধিনায়ক চেতেশ্বর পূজারা। প্রথম টেস্টের আগে ফের একবার চর্চায় ভারতের তারকা কিপার-ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাটিং ফর্ম। হালে খুব একটা রান পাননি পন্থ। তবে তা সত্ত্বেও পন্থের ব্যাটিং ধরনে বিন্দুমাত্র বদল ঘটাতে আগ্রহী নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের বোলিং কোচ পারস মামব্রে (Paras Mhambrey) বলেন, 'আমরা ঋষভের সঙ্গে আলাদাভাবে বিশেষ কিছু আলোচনা করছি না। ওর খেলার ধরনটাই তো এমন (আক্রমণাত্মক) এবং সেটা সকলেই জানে। '
আরও পড়ুন ; বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট, টসে জিতে ব্যাটিং ভারতের