IND vs SA Probable XI: শুভমনই খেলবেন, নাকি সুযোগ রুতুরাজকে? কেমন হবে ভারতের একাদশ?
India vs South Africa: ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের খেলা কার্যত নিশ্চিত। তাঁর সঙ্গে কি শুভমন গিলকেই খেলানো হবে?
জোহানেসবার্গ: বিশ্বকাপের (ODI World Cup) পর-পরই দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে পর্যুদস্ত করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে যে কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে, সেই ছবি পরিষ্কার হয়ে গিয়েছে ভারতীয় শিবিরের (Team India) সামনে। বৃষ্টিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জয় হাসিল করেছে দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। বৃহস্পতিবার সিরিজের ফয়সালা হবে। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা জিতলে ট্রফি পাবেন এইডেন মারক্রামরা। আর ভারত জিতলে সিরিজ ১-১ অমীমাংসিতভাবে শেষ হবে।
কেমন হবে এই ম্যাচে ভারতের প্রথম একাদশ? ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের খেলা কার্যত নিশ্চিত। তাঁর সঙ্গে কি শুভমন গিলকেই খেলানো হবে? নাকি তাঁকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হবে রুতুরাজ গায়কোয়াড়কে? রুতুরাজ কি সুস্থ হয়েছেন? ধন্দ রয়েছে। দীপক চাহারের বাবা হাসপাতালে। তিনি এখনও দক্ষিণ আফ্রিকায় ভারতীয় শিবিরে যোগ দেননি। তাঁর অনুপস্থিতিতে পেস বোলিং আক্রমণ সামলাবেন হয়তো মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহ ও মুকেশ কুমারই। যদিও সিরাজ বাদ দিয়ে বাকি দুজন এবেখায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অনেক রান খরচ করে ফেলেছেন। স্পিনারদের জন্য খুব একটা সাহায্য় থাকবে না হয়তো উইকেটে। তবে কুলদীপ যাদব নয়, একাদশে রবি বিষ্ণোইয়ের খেলার সম্ভাবনা। সঙ্গে রবীন্দ্র জাডেজা স্পিনার অলরাউন্ডারের ভূমিকায়।
Maiden international FIFTY 👌
— BCCI (@BCCI) December 13, 2023
Chat with captain @surya_14kumar 💬
... and that glass-breaking SIX 😉@rinkusingh235 sums up his thoughts post the 2⃣nd #SAvIND T20I 🎥🔽 #TeamIndia pic.twitter.com/Ee8GY7eObW
ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব/রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ় ও মুকেশ কুমার।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: রিজা হেনড্রিকস, ম্যাথু ব্রিৎজকে, এইডেন মারক্রাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ডোনোভান ফেরেরা, অ্যান্ডাইল ফেলুকাও, লিজ়াড উইলিয়ামস, ওট্টনিয়েল বার্টম্যান/নান্দ্রে বার্গার ও তাবারেজ শামসি।
আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।