এক্সপ্লোর
Advertisement
বিরাট-রোহিত-রাহুলের ত্রিফলা আক্রমণে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ, টি-২০ সিরিজ ভারতের দখলে
৬৭ রানে জিতে সিরিজ দখল করল ভারত।
মুম্বই: ওয়াংখেড়েতে ব্যাট হাতে তাণ্ডব বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুলের। এই তিন ব্যাটসম্যানকে থামানোর কোনও রাস্তাই খুঁজে পেলেন না ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। রোহিত, রাহুল ও বিরাট করলেন যথাক্রমে ৭১, ৯১ ও অপরাজিত ৭০ রান। তাঁদের দাপটে ভারতীয় দল টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে করে ৩ উইকেটে ২৪০ রান। জবাবে ক্যারিবিয়ানরা করেন ৮ উইকেটে ১৭৩ রান। ৬৭ রানে জিতে সিরিজ দখল করল ভারত।
India win by 67 runs!
Kieron Pollard's 68 wasn't enough in the end, and Deepak Chahar's 2/20 sealed victory for the hosts.#INDvWI | SCORECARD 👇 https://t.co/hzZBfxxDeP pic.twitter.com/wBbGgzFONZ
— ICC (@ICC) December 11, 2019
এদিন শুরু থেকেই ক্যারিবিয়ান বোলারদের চাপে ফেলে দেন রোহিত ও রাহুল। ওপেনিং জুটিতে যোগ হয় ১৩৫ রান। তিন নম্বরে নেমে ব্যর্থ ঋষভ পন্থ (০)। তবে এরপর রাহুলকে সঙ্গে নিয়ে ঝড় তোলেন বিরাট। তিনি মাত্র ২৯ বলে চারটি বাউন্ডারি ও সাতটি ছক্কার সাহায্যে ৭০ রান করে অপরাজিত থাকেন।
বিশাল টার্গেট তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের জয়ের সম্ভাবনা প্রায় ছিল না। সেটা হয়ওনি। অধিনায়ক কাইরন পোলার্ড (৬৮) ও শিমরন হেটমায়ার (৪১) ছাড়া কোনও ক্যারিবিয়ান ব্যাটসম্যানই লড়াই করতে পারেননি। ভারতীয় দলের হয়ে দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও কুলদীপ যাদব দু’টি করে উইকেট নেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement