Commonwealth Games: ইতিহাসের সন্ধিক্ষণে ভারতীয় মহিলা ক্রিকেট, ধীরে চলো নীতি হরমনপ্রীতের, কেন?
Commonwealth Games 2022: প্রথম ম্যাচে তাদের সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া (Australia)। আগামীকাল কমনওয়েলথে নিজেদের অভিযান শুরু করছেন হরমনপ্রীত, স্মৃতিরা।
বার্মিংহ্য়াম: প্রথমবার কমনওয়েলথ গেমসের আসরে আন্তর্জাতিক মহিলা ক্রিকট (International Womens Cricket)। এই মেগা প্রতিযোগিতায়ও এবার ২২ গজে বল গড়াবে। আর এই ইতিহাসের সন্ধিক্ষণ ভারতীয় মহিলা ক্রিকেটও (Indian Womens Cricket)। হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে কমনওয়েলথ গেমসে ২২ গজে নামতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট। প্রথম ম্যাচে তাদের সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া (Australia)। আগামীকাল কমনওয়েলথে নিজেদের অভিযান শুরু করছেন হরমনপ্রীত, স্মৃতিরা।
ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে হরমনপ্রীত
অধিনায়ক হিসেবে কমনওয়েলথ গেমসে ভারতকে নেতৃত্ব দেবেন। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে হরমনপ্রীত বলেন, ''খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। আমরা এক একটি ম্যাচ করে নিজেদের প্ল্যান সাজাচ্ছি। বেশি ভাবতে নারাজ। আপাতত প্রথম ম্যাচ নিয়েই সবাই ভাবছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামব প্রথম ম্যাচে।'' ভারতের দ্বিতীয় ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। সেই নিয়ে হরমনপ্রীত বলেন, ''প্রত্যেকটা ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচে জেতাটাও খুব দরকার টুর্নামেন্টে সাফল্য পেতে হল। আর তার জন্য প্রথম ম্যাচে আমাদের ভাল পারফর্ম করতে হবে। তবেই বাকি টুর্নামেন্টের জন্য আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। পরের ম্যাচগুলোয় চাপমুক্ত হয়েও মাঠে নামা যাবে।''
আজ কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান
আজ কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রিন্স চার্লস। এছাড়াও গোটা আলেকজান্ডার স্টেডিয়াম ভর্তি থাকবেন তিন হাজার দর্শকে। ভারতের হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বাহক হবেন পিভি সিন্ধু। এবার ভারত মোট ২১৫ জন অ্যাথলিটকে পাঠিয়েছে কমনওয়েলথ গেমসে। তবে টুর্নামেন্ট শুরুর ২ দিন আগেই একটা বিশাল ধাক্কা খেতে হয়েছে। চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। মোট ৭২টি দেশের প্রায় ৫ হাজার অ্যাথলিট এবারের কমনওয়েলথ গেমসে অংশ নিতে চলেছেন। ব্যাডমিন্টন, সুইমিং, অ্যাথলেটিক্স, বক্সিং, রেসলিং তো রয়েইছে।
আরও পড়ুন: আজ ঢাকে কাঠি, কমনয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় দেখবেন?