Dravid on Rohit Injury: দেশে ফিরছেন রোহিত, টেস্ট সিরিজে খেলবেন কি না, সংশয়ে কোচ দ্রাবিড়ও
Rohit Injury Update: বড় উদ্বেগের খবর শোনালেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের কোচ জানিয়েছেন, আঙুলের চোটের পরীক্ষা করাতে মুম্বইয়ে ফিরছেন রোহিত শর্মা।

মীরপুর: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন। চোট এতটাই গুরুতর ছিল যে, ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নামেননি। ব্যাট করতে নামেন ৯ নম্বরে। সাহসিকতার পরিচয় দিলেও, ম্যাচ জেতাতে পারেননি রোহিত শর্মা (Rohit Sharma)।
এবার তাঁকে নিয়ে আরও বড় উদ্বেগের খবর শোনালেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের কোচ জানিয়েছেন, আঙুলের চোটের পরীক্ষা করাতে মুম্বইয়ে ফিরছেন তিনি। বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। তারপর বাংলাদেশে ফিরে যেতে পারেন। তবে টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে কি না, নিশ্চিত নন দ্রাবিড়।
বাংলাদেশে ফের মুখ পুড়ল ভারতীয় ক্রিকেট দলের। সাত বছর পর ফের একবার লজ্জা সঙ্গী হচ্ছে টিম ইন্ডিয়ার।
২০১৫ সালে শেষবার বাংলাদেশ সফরে গিয়েছিল ভারত। সেই সফরে ওয়ান ডে সিরিজ হেরে গিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। সাত বছর পর ফের বাংলাদেশে গিয়েছে ভারত। আর এবারও বাংলাদেশের কাছে ওয়ান ডে সিরিজ হেরে গেল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৫ রানে ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ হয়ে দাঁড়াল কার্যত নিয়মরক্ষার।
বুধবার প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ২৭১/৭। জবাবে ৫০ ওভারে ২৬৬/৯ স্কোরে আটকে যায় ভারত। ভারতীয় শিবিরকে জোরাল ধাক্কা দিয়েছিল অধিনায়ক রোহিত শর্মার চোট। হাতের আঙুলে চোট পেয়েছিলেন রোহিত। যে কারণে তিনি ইনিংস ওপেন করতে পারেননি। তবে ৯ নম্বরে নেমে ২৮ বলে অপরাজিত ৫১ রানের লড়াকু ইনিংস খেলেন রোহিত। তবু শেষরক্ষা হয়নি। ৫ রানে ম্যাচ হারে ভারত। ব্যাট হাতে লড়াই করেন শ্রেয়স আইয়ার (১০২ বলে ৮২ রান) ও অক্ষর পটেলও (৫৬ বলে ৫৬ রান)। তবু স্বপ্নভঙ্গ টিম ইন্ডিয়ার।
View this post on Instagram
শেষ ৪ ওভারে ৪১ রান প্রয়োজন ছিল ভারতের। ১৫ বলে ২০ রান করে ব্যাট করছিলেন রোহিত। ৪৬ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ২৩১/৮। পরের ২ ওভারে মাত্র ১ রান তুলতে সক্ষম হয় ভারত। ৪৭তম ওভারে ওঠে ১ রান। যার মধ্যে রোহিতও ২ বল খেলে কোনও রান করতে পারেননি। পরের ওভার মেডেন খেলে ফেলেন মহম্মদ সিরাজ। সেই ২ ওভারেই ম্যাচ কার্যত হাতছাড়া হয় ভারতের।
আরও পড়ুন: 'এমবাপে অবিশ্বাস্য ফিট, জিকো-সক্রেটিসের ব্রাজিলকে মনে করাচ্ছে ফ্রান্স'






















