RCB vs SRH, Innings Highlights: এক ওভারে ম্যাচ ঘোরালেন বাংলার শাহবাজ, জয়ী বিরাটরা
আরসিবির ১৪৯/৮ তাড়া করতে নেমে ৩৭ বলে ৫৪ রান করেন ওয়ার্নার। কিন্তু অধিনায়ক ছাড়া আর কেউই রান পেলেন না। ১৪৩/৯ স্কোরে আটকে গেল হায়দরাবাদ।
চেন্নাই: ব্যাট হাতে পারেননি। কিন্তু বল হাতে ভেল্কি দেখালেন। মুখ রাখলেন বাংলারও। শাহবাজ আমেদের নাটকীয় এক ওভার বুধবার ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। সানরাইজার্স হায়দরাবাদকে ৬ রানে হারিয়ে আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচও জিতে নিলেন বিরাট কোহলিরা। ২ ওভারে মাত্র ৭ রান খরচ করে ৩ উইকেট নিলেন শাহবাজ।
বাংলার ক্রিকেটারদের আইপিএলে বেশি সুযোগ না মেলায় যখন চারিদিকে হইচই, তখন প্রথম একাদশে সুযোগ পেয়ে ব্য়াট হাতে ফের একবার ব্যর্থ হন শাহবাজ আমেদ। অধিনায়ক বিরাট কোহলি যাঁকে তিন নম্বরে ব্যাট করার সুযোগ দিয়েছিলেন। ১০ বল খেলে ১৪ রান করে আউট হয়ে যান ময়দানের তপন মেমোরিয়াল ক্লাবের এই ক্রিকেটার। বিরাট কোহলিদের ইনিংসকে টানলেন গ্লেন ম্যাক্সওয়েল। ঝোড়ো ব্যাটিংয়ের জন্য যাঁকে 'ম্যাড ম্যাক্স' বলে ডাকা হয়। তবে কিংস ইলেভেন পঞ্জাবের (এখন পঞ্জাব কিংস) হয়ে অনেক প্রত্যাশা জাগিয়েও সেভাবে কিছু করতে পারেননি অস্ট্রেলীয় ক্রিকেটার। আরসিবির হয়ে অবশ্য রান পেলেন। ৪১ বলে ৫৯ রান করলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।
বিরাট কোহলি ইনিংস ওপেন করেন। ব্যাট হাতে আরসিবি অধিনায়কের অবদান ২৯ বলে ৩৩ রান। নির্ধারিত ২০ ওভারের শেষে আরসিবি তোলে ১৪৯/৮। ব্য়াটিং নিয়ে অবশ্য চিন্তা থেকে যাবে বিরাটের। তিনি ও ম্যাক্সওয়েল ছাড়া আর কোনও ব্য়াটসম্যানই রান পাননি। করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে মাঠে ফিরে দেবদত্ত পড়িক্কল ১৩ বলে করলেন ১১ রান। এ বি ডিভিলিয়ার্সও রান পাননি। ৫ বলে ১ রান করে ফেরেন তিনি। হায়দরাবাদ বোলারদের মধ্যে জেসন হোল্ডার ৩টি ও রশিদ খান ২টি উইকেট নেন।
'তোর স্পিন আমিই বুঝি না, আর কেকেআর!' রাহুলকে বলেন রোহিত
বল হাতে অবশ্য জ্বলে উঠলেন শাহবাজ। ১৭তম ওভারে তুলে নিলেন তিন উইকেট। তাঁর শিকারের ঝুলিতে জনি বেয়ারস্টো, মণীশ পাণ্ডে ও আব্দুল সামাদ। আরসিবির ১৪৯/৮ তাড়া করতে নেমে ৩৭ বলে ৫৪ রান করেন ওয়ার্নার। কিন্তু অধিনায়ক ছাড়া আর কেউই রান পেলেন না। ১৪৩/৯ স্কোরে আটকে গেল হায়দরাবাদ।