IPL 2023: নতুন মরসুমে দুরন্ত ছন্দে বরুণ, স্পিন ভেল্কিতে আরসিবিকে কুপোকাত করেই জানালেন সাফল্যরহস্য
Varun Chakravarthy আরসিবির বিরুদ্ধে চিন্নাস্বামীতে বল হাতে ২৭ রানের বিনিময়ে তিন উইকেট নেন বরুণ চক্রবর্তী।
![IPL 2023: নতুন মরসুমে দুরন্ত ছন্দে বরুণ, স্পিন ভেল্কিতে আরসিবিকে কুপোকাত করেই জানালেন সাফল্যরহস্য IPL 2023: Varun Chakravarthy reveals his success mantra after man of the match performance vs RCB IPL 2023: নতুন মরসুমে দুরন্ত ছন্দে বরুণ, স্পিন ভেল্কিতে আরসিবিকে কুপোকাত করেই জানালেন সাফল্যরহস্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/27/695991540f8f6d125cad81f9e9304ba11682594858232507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: আরসিবির বিরুদ্ধে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে বল হাতে ঝড় তুলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। নির্ধারিত চার ওভারে মাত্র ১৫ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন বরুণ। গতকাল, ২৬ এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে ফের একবার নিজের স্পিন ভেল্কিতে আরসিবিকে কুপোকাত করলেন বরুণ। চার ওভারে ২৭ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন বরুণ।
সাফল্যরহস্য খোলসা
গত মরসুমটা ব্য়ক্তিগতভাবে বরুণের জন্য খুব একটা আহামরি কাটেনি। তবে ইতিমধ্যেই এ বারের আইপিএলে নিজের বোলিংয়ে বেশ প্রভাবিত করেছেন তিনি। নয় ম্যাচে ১৩ উইকেট নিয়ে আপাতত পার্পল ক্যাপের দৌড়ে তৃতীয় স্থানে রয়েছেন বরুণ। এই সাফল্যের কারণটা ঠিক কী? বরুণ জানাচ্ছেন এ মরসুমে তিনি অত্যাধিক বৈচিত্রের বদলের সঠিক লাইন এবং লেংথে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আরসিবির বিরুদ্ধে ম্যাচ শেষে বরুণ বলেন, 'আমি এ মরসুমের আগে বোলিংয়ে অত্যাধিক বৈচিত্র আনার বদলে, লাইন এবং লেংথের উপরেই কাজ করেছি। এছাড়া চেন্নাইয়ে আমার কোচ এসি প্রতিবানের সঙ্গেও খেটেছি। সেই খাটনিটাই কাজে দিয়েছে বলে মনে হচ্ছে। এছাড়া অভিষেক নায়ার তো আছেনই। এঁরা দুইজনেই আমার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।'
আরও পড়ুন: সতর্ক হোন, লিভারের ক্ষতি করতে পারে এই খাবারগুলি !
অটুট আস্থা
টানা দুই ম্যাচ জেতার পরে পরপর চারটি ম্যাচ হেরেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে অবশেষে ২১ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB vs KKR) হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে কেকেআর। পরের হারের পর জয়ে ফিরে স্বাভাবিকভাবেই ভীষণ খুশি নাইট অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana)।
ম্যাচ শেষে নাইট অধিনায়ক জানান দল গত কয়েকটি ম্যাচে কাঙ্খিত সাফল্য না পেলেও, তাঁর আস্থা কিন্তু অটুট ছিল। রানা বলেন, 'বিগত তিন-চার ম্যাচে আশানুরূপ পারফর্ম করতে পারিনি। তবে আমি বরাবরই বলে এসেছি, আমরা যদি দলগতভাবে ভাল খেলি, তাহলে সাফল্য পাবই। লিগ তালিকায় আমরা যেখানেই থাকি না কেন, দলের ওপর আমার আস্থা অটুট ছিল। আমাদের সাজঘরে প্রচুর লোক রয়েছে যারা এই পরিস্থিতিতেও সবসময় দলের সকলকে মনোবল জুগিয়েছেন।'
পাশাপাশি নাইট অধিনায়ক তরুণ স্পিনার সুয়াশ শর্মাকেও প্রশংসায় ভরান। সুয়াশ মুশকিল পরিস্থিতিতে বল হাতে তুলে নিয়ে আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিকে সাজঘরে ফেরান। চার ওভারে ৩০ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে বেশ প্রভাবিত করেন। তরুণ তুর্কীর প্রশংসা করে নীতীশ বলেন, 'আমরা আজ বোর্ডে বড় রান তোলার পর আশা করছিলাম যে আমাদের স্পিনাররা যেন ওদের চাপে ফেলতে পারে। উইকেটটা তো দেখে বেশ শুকনো বলেই মনে হয়েছিল, তাই ভেবেছিলাম বলও ঘুরবে। বল তেমন স্পিন হয়নি বটে, তবে আমাদের বোলাররা দারুণ বল করেছে। সুয়াশ সবসময় চাপের মুখে এগিয়ে আসে। আশা করছি আজকের মতোই আগামী ম্যাচগুলিতেও আমরা পারফর্ম করতে পারব।'
আরও পড়ুন: আরসিবির বিরুদ্ধে ম্যাচে নিয়ম ভেঙে কড়া শাস্তির মুখে পড়লেন নাইট তারকা জেসন রয়
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)