IPL 2025: টুর্নামেন্ট শুরুর আগেই নির্বাসিত স্বদেশীয়, IPL-র কড়া সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন কেকেআর তারকা
IPL: আইপিএল কর্তৃপক্ষ নিলামের আগেই নতুন নিয়ম জারি করেছিল যাতে জানানো হয় যে শেষ মুহূর্তে কোনও ক্রিকেটার নাম প্রত্যাহার করলে তাঁকে দুই বছরের জন্য নির্বাসিত করা হবে।

নয়াদিল্লি: আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের অষ্টাদশ (IPL 2025) সংস্করণ। দশ ফ্র্যাঞ্চাইজি নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। তবে টুর্নামেন্ট শুরুর দিনকয়েক আগেই দিল্লি ক্যাপিটালসের শিবিরে উদ্বেগ। একেবারে শেষলগ্নে যে টুর্নামেন্ট থেকে তাঁদের দলের অন্যতম তারকা নাম প্রত্যাহার করে নিয়েছেন। তিনি ইংল্যান্ডের তরুণ প্রতিভা হ্যারি ব্রুক (Harry Brook)। শেষ মুহূর্তে এই নাম তুলে নেওয়ার জন্য তাঁর ওপর আইপিএল কর্তৃপক্ষ দুই বছরের নিষেধাজ্ঞাও জারি করেছে বলে দাবি করা হচ্ছে।
তাঁর স্বদেশীয় তরুণ তুর্কি এই নিষেধাজ্ঞার কবলে পড়লেও, অভিজ্ঞ মঈন আলি (Moeen Ali) কিন্তু আইপিএল কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সঠিকই মনে করছেন। তাঁর মতে শেষ মুহূর্তে কোনও খেলোয়াড় নাম প্রত্যাহার করলে তাঁর জন্য গোটা ফ্র্যাঞ্চাইজির সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। মঈন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ''
'এটা একদমই কঠোর সিদ্ধান্ত বলে মনে করি না, বরং আমি এর পক্ষেই বলতে পারেন। অনেকেই এমনটা করে থাকে। অতীতেও তো এমন দেখা গিয়েছে। পরবর্তীতে আবার মোটা টাকার দর পেয়ে তারা টুর্নামেন্ট খেলেছে। এমনটা হলে অনেক কিছুই ঘেটে যায়। ও (ব্রুক) সরে যাওয়ায় ওর দল তো বিপাকে পড়ল। হ্যারি ব্রুককে হারানো যে কোনও দলের ক্ষেত্রেও বড় ধাক্কা। ওদের এবার সবটা ওলট পালট করে দেখতে হবে, নতুন করে পরিকল্পনা করতে হবে। পরিবারজনিত সমস্যা বা চোটের কারণ বাদে এমন হুট করে সরে দাঁড়ালে তো নিষেধাজ্ঞা আরোপ করাই হবে। নিয়মই তো তাই বলছে। আর আমি এর সঙ্গে সহমতও বটে।'
হ্যারি ব্রুককে নিলামে দিল্লি ক্যাপিটালস ৬.২৫ কোটি টাকার মোটা দামে নিজেদের দলে সামিল করে। তবে প্রতিভাবান ইংরেজ ক্রিকেটার দিনকয়েক আগেই নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট মারফত জানান সামনেই দেশের হয়ে গুরুত্বপূর্ণ এক নতুন অধ্যায় শুরু হবে। তাই নিজের কেরিয়ারের ব্যস্ততম অধ্যায় কাটানোর পর নিজেকে আবার পুরোদমে প্রস্তুতির জন্য আপাতত খানিক বিশ্রামের প্রয়োজন তাঁর। সেই কারণেই আর আইপিএল খেলা হবে না তাঁর। এর জেরেই নতুন আইপিএল নিয়ম অনুযায়ী শেষবেলায় কোনও চোট বা পারিবারিক কারণ ছাড়া সরে দাঁড়ালে দুই বছরের জন্য নির্বাসিত হতে হয়। সেই মতোই ব্রুক নিষিদ্ধ হয়েছেন।
আরও পড়ুন: রামনবমীর দিন ইডেনে আইপিএল ম্যাচ নিয়ে জটিলতা কাটল না, তিন পক্ষের বৈঠকে কী আলোচনা হল?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
