Eden Gardens: রামনবমীর দিন ইডেনে আইপিএল ম্যাচ নিয়ে জটিলতা কাটল না, তিন পক্ষের বৈঠকে কী আলোচনা হল?
IPL 2025: সিএবি-তে গিয়ে সোমবার খবর পাওয়া গেল, একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল সোমবারই। সেই বৈঠকে সিএবি প্রেসিডেন্ট, সেক্রেটারিদের পাশাপাশি হাজির ছিলেন পুলিশের প্রতিনিধিরা। এবং ছিলেন বোর্ডের প্রতিনিধিও।

কলকাতা: আইপিএলে আগামী ৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রয়েছে ম্যাচ। দুপুর সাড়ে তিনটের সেই ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (KKR) ও লখনউ সুপার জায়ান্টস। যে ম্যাচকে আবার অনেকে ক্লাসিকো বলে থাকেন। কারণ, একটি দল বাংলার। অন্য দলের মালিক আবার বাংলার মানুষ। শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। যদিও ৬ এপ্রিলের সেই ম্যাচ নিয়ে হঠাৎ জটিলতা তৈরি হয়েছে। কারণ, ওই দিনই রামনবমী। গত কয়েক বছর ধরে যে দিনটি আগের চেয়ে বেশি উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে। দিনটির সঙ্গে জড়িয়ে গিয়েছে রাজনীতিও। এমনকী, সেদিন বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়ে মিছিল বেরতে পারে, এমন আশঙ্কা তৈরি হয় প্রত্যেক বারই। যে কারণে তটস্থ থাকে পুলিশ।
আর সেই কারণেই কলকাতা পুলিশের তরফে সিএবি-কে চিঠি দিয়ে জানানো হয়েছে, রামনবমীর কারণে ৬ এপ্রিল ইডেনের ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ম্যাচ পিছিয়ে দেওয়া হোক।
পরে জানা যায়, পুলিশের চিঠির কথা জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ম্যাচের সূচি বদলের অনুরোধও করা হয়েছে সিএবি-র তরফে। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছিলেন, 'পুলিশের চিঠি পেয়েছি। ৬ এপ্রিলের ম্যাচ দুপুরে থাকলেও নির্দিষ্ট কারণে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না বলে জানানো হয়েছে। আমরা বোর্ডকে চিঠিও দিয়েছি। অনুরোধ করেছি নতুন সূচিতে ম্যাচ দেওয়ার জন্য।'
আরও পড়ুন: চোটের জন্য কেরিয়ার শেষ হতে বসেছিল, অলৌকিকভাবে কেকেআরে সুযোগ পেয়ে কী বলছেন সাকারিয়া?
বোর্ড থেকে কি কোনও উত্তর এল? সিএবি-তে গিয়ে সোমবার খবর পাওয়া গেল, সিএবি থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল সোমবারই। সেই বৈঠকে সিএবি প্রেসিডেন্ট, সেক্রেটারিদের পাশাপাশি হাজির ছিলেন পুলিশের প্রতিনিধিরা। এবং ছিলেন বোর্ডের প্রতিনিধিও।
বৈঠক শেষের পর শোনা গেল, ৬ এপ্রিলের ম্যাচ নিয়ে এখনও জট কাটেনি। পুলিশ তাদের অবস্থানে অনড়। নিরাপত্তার ব্যবস্থা করা যাবে না বলে জানিয়েই দেওয়া হয়েছে। অন্য দিকে বোর্ডও নাকি জানিয়ে দিয়েছে, ম্যাচের দিন বদল সম্ভব নয়। তাহলে কি ম্যাচের ভেন্যু পাল্টে ফেলা হবে? অন্য কোনও শহরে আয়োজিত হবে কেকেআরের ওই ম্যাচ? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুরোটাই অবশ্য এখনও রয়েছে আলোচনার স্তরে।
বাংলার ক্রিকেটপ্রেমীরা অন্তত চান, আলোচনায় মিলুক রফাসূত্র। ম্যাচ হোক শহরেই।
আরও পড়ুন: কেকেআরের শক্তি আরও বাড়ল, সোমবারই শহরে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দুই নায়ক
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
