(Source: ECI/ABP News/ABP Majha)
KL Rahul: মরণ-বাঁচন ম্যাচে দিল্লির মুখোমুখি লখনউ, কিন্তু দলের সঙ্গে গেলেনই না কেএল রাহুল?
DC vs LSG: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরাজিত হলে লখনউ সুপার জায়ান্টসের প্লে-অফে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে যাবে।
নয়াদিল্লি: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে একপেশে হারের পর মাঠেই লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার অধিনায়ক কেএল রাহুলকে (KL Rahul) ভর্ৎসনার ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা ক্রিকেটবিশ্ব। সেই ঘটনার পর প্রথমবার মাঠে নামতে চলেছে লখনউ দল। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস (DC vs LSG)। কিন্তু অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত সেই ম্যাচের জন্য দলের সঙ্গে রাজধানীতে যাননি রাহুল।
রাহুল-গোয়েঙ্কার ঘটনার পর তারকা ক্রিকেটারের লখনউ দলে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁর অধিনায়ক যাওয়া থেকে দল ছাড়া, সব নিয়েই প্রবল জল্পনা। গোটা ঘটনায় বিশেষজ্ঞ থেকে সমর্থক, কতজনই না নিজেদের মতামত ব্যক্ত করে ফেলেছেন। এইসবের মাঝেই রাহুলের দলের সঙ্গে ম্যাচ খেলতে না যাওয়ায় জল্পনা আরও জোরাল হল। যদিও রিপোর্ট অনুযায়ী রাহুল সরাসরি ম্যাচের আগে দলের সঙ্গে নয়াদিল্লিতে যোগ দিতে পারেন। তবে তাতে জল্পনা থামছে না।
তবে রাহুলকে নিয়ে প্রবল জল্পনা শোনা গেলেও, লখনউয়ের তরফে আগেই তাঁর মরশুম শেষের আগে অধিনায়কত্ব যাওয়ার জল্পনায় জল ঢেলে দেওয়া হয়েছে। আইএএনএসের রিপোর্ট অনুযায়ী, রাহুলের নেতৃত্ব ছাড়ার জল্পনা শোনা গেলেও, 'দলের কর্ণধার এবং দলের ক্রিকেটারদের মধ্য সবকিছু ঠিকঠাকই রয়েছে।' বলে দলের তরফে জানানো হয়েছে। লখনউয়ের সহকারী কোচ লান্স ক্লুজনারও (Lance Klusener) এই সুরেই অধিনায়কত্ব বদলের সব জল্পনা খর্ব করেছেন। তিনি বলেন, 'অধিনায়কত্ব বদল নিয়ে কোনওরকম কোনও আলোচনাই হয়নি। দুইজন ক্রিকেটপ্রেমীর মাঝে উত্তেজিত আলোচনায় কোনও সমস্যা রয়েছে বলে আমার মনে হয় না। ছোট্ট কাপে ঝড় উঠলে যা হয় আর কী।'
রাহুলকে ঘিরে অনিশ্চয়তার মাঝেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে মাঠে নামতে চলেছে লখনউ। তাদের নিজেদের পরের দুই ম্যাচ জিততেই হবে। দুই ম্যাচ জিতলে রাহুলদের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা বজায় থাকবে। তবে সেক্ষেত্রেও সানরাইজার্স হায়দরাবাদ আর চেন্নাই সুপার কিংসের হারের প্রত্যাশায় থাকতে হবে লখনউকে। আর তারা যদি আজকের ম্যাচে পরাজিত হয়, তাহলে কার্যত সব আশা শেষ। কারণ শেষ ম্যাচে জিতলেও লখনউয়ের নেট রান রেট সিএসকে এবং সানরাইজার্সের থেকে এতটাই খারাপ যে কার্যত অস্বাভাবিক কিছু না ঘটলে সেক্ষেত্রে লখনউ বাকি দুই দলকে টপকে যেতে পারবে না। এই ম্যাচে রাহুল শেষমেশ মাঠে নামেন কি না, এখন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্লে অফে বাকি ৩ জায়গায় জন্য হাড্ডাহাড্ডি লড়াই ৬ দলের, শেষ হাসি কাদের?