Sandesh Jhingan Leaves ATK: এটিকে মোহনবাগানকে বিদায়, নতুন ঠিকানার পথে সন্দেশ?
Sandesh Jhingan : ক্লাবের কোচ হিসেবে হুয়ান ফার্নান্দো দায়িত্ব সামলাচ্ছেন। শোনা যাচ্ছিল যে হুয়ানের ফর্মেশন ও তাঁর খেলানোর পদ্ধতির সঙ্গে না কি খাপ খাওয়াতে পারছিলেন না সন্দেশ।
কলকাতা: এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও সন্দেশ ঝিঙ্গানের (Sandesh Jhinghan) সম্পর্ক এখানেই ইতি। আর বাংলার এই ক্লাবের জার্সিতে আইএসএলে (ISL) খেলতে দেখা যাবে না তারকা এই ডিফেন্ডাকে (Defender)। এতদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল যে সন্দেশকে হয়ত ছেড়ে দিতে পারে ক্লাব। এবার সেই সম্ভাবনাই সত্যি হয়ে গেল। ক্লাবের সোশাল মিডিয়ায় তরফেও জানিয়ে দেওয়া হল যে সন্দেশের সঙ্গে যে তাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। তবে সন্দেশের পরবর্তী গন্তব্য কোথায় তা এখনও জানা যায়নি। অভিজ্ঞ এই তারকা ডিফেন্ডার আইএসএলের ক্লাব ছাড়াও বিদেশের বিভিন্ন ক্লাবের প্রস্তাব পেয়েছেন বলে জানা গিয়েছে। এখন দেখার তিনি কোন দলে যােগ দেন।
সোশাল মিডিয়া পোস্ট এটিকে মোহনবাগানের
নিজের সোশাল মিডিয়ায় এটিকে মোহনবাগানের তরফে সন্দেশকে শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ''ক্লাবের হয়ে খেলার জন্য আপনাকে ধন্যবাদ সন্দেশ ঝিঙ্গান এবং ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল।''
View this post on Instagram
এটিকে মোহনবাগানের কোচ হিসেবে হুয়ান ফার্নান্দো দায়িত্ব সামলাচ্ছেন। শোনা যাচ্ছিল যে হুয়ানের ফর্মেশন ও তাঁর খেলানোর পদ্ধতির সঙ্গে না কি খাপ খাওয়াতে পারছিলেন না সন্দেশ। ফলে তাঁর সমস্যাও হচ্ছিল। সূত্রের খবর, শেষ দিকে গত মরুমে ২ জনের কিছুটা দূরত্বও বেড়েছিল। এবার পুরোপুরিই সেই সম্পর্ক ছিন্ন হয়ে গেল। গত বছরই ক্রোয়েশিয়ার ক্লাব সিবেনিকের থেকে এটিকে মোহনবাগানে এসে যোগ দিয়েছিলেন সন্দেশ।
উল্লেখ্য, এর আগে রয় কৃষ্ণর মতো প্লেয়ার এটিকে মোহনবাগানকে বিদায় জানিয়েছেন। এবার সন্দেশ। তালিকায় ডেভিড উইলিয়ামসও রয়েছেন। আসন্ন আইএসএলে এটিকে মোহনবাগানের রক্ষণের দায়িত্বে দেখা যাবে পল পোগবার দাদা ফ্লোরেনতিন পোগবাকে। তাঁকে এবারই সই করিয়েছে দল।
আরও পড়ুন: কোভিড আতঙ্ক সিন্ধুকে নিয়ে, কমনওয়েলথ শুরুর আগেই কি চাপ বাড়ল ভারতের?