(Source: ECI/ABP News/ABP Majha)
Roy Krishna: আচমকাই এটিকে মোহনবাগান ছাড়লেন রয় কৃষ্ণ, কোথায় চললেন?
ATK MB: এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan) সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন রয় কৃষ্ণ (Roy Krishna)। শুক্রবার বিকেলের দিকে ক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রয় কৃষ্ণর দল ছাড়ার কথা ঘোষণা করা হয়।
কলকাতা: আভাস ছিল । কিন্তু সেটা যে এএফসি কাপ চলাকালীনই বাস্তব হয়ে যাবে, অনেকেই প্রত্যাশা করেননি ।
এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan) সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন রয় কৃষ্ণ (Roy Krishna) । শুক্রবার বিকেলের দিকে ক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রয় কৃষ্ণর দল ছাড়ার কথা ঘোষণা করা হয় । লেখা হয়, 'সব স্মৃতির জন্য ধন্যবাদ রয় । বিদায় । ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল' ।
সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট, ‘থ্যাঙ্ক ইউ’ ৷ তা নিয়েই সরগরম হয়েছিল ভারতীয় ফুটবল । দিনকয়েক আগে রয় কৃষ্ণর এই আপাত নিরীহ পোস্টই অনেক জল্পনার জন্ম দিয়েছিল । প্রিয় বন্ধু প্রবীরের পর কৃষ্ণও কি সবুজ-মেরুন জার্সি তুলে রাখার পথে, তা নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। থ্যাঙ্ক ইউ লেখা পোস্ট আদতে বিদায়বার্তাই, মনে করেছিলেন অনেকেই । শুক্রবার সেই জল্পনাই বাস্তব হল।
কোথায় চললেন রয় কৃষ্ণ? তা নিয়েও জল্পনা চলছে ময়দানে। আগামী ৯ জুন থেকে খুলছে ট্রান্সফার মার্কেট । ইমামি গ্রুপের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের গাঁটছড়া বাঁধার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পরেই ফের ট্রান্সফার মার্কেটে গতি এসেছে । ফলে সক্রিয় হয়ে উঠেছেন লাল-হলুদের রিক্রুটাররাও । ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে, মোহনবাগানের গোলমেশিন রয় কৃষ্ণকে প্রস্তাব দিয়েছেন তাঁরা । সেই প্রস্তাব বিবেচনা করছেন ফিজির স্ট্রাইকার ।
আইএসএলের সফলতম স্ট্রাইকার গত আইএসএলে ভাল পারফর্ম্যান্স না করতে পারলেও তাঁর গোল করার ক্ষমতা নিঃসন্দেহে তারিফযোগ্য । তবে শুধু ইস্টবেঙ্গলই নয়, আরও একটি দলের প্রস্তাব রয়েছে তাঁর কাছে । অন্যদিকে, ফিজিয়ান তারকার পরিবার চাইছে, তিনি যেন ফের অস্ট্রেলিয়া ফিরে যান । এতকিছুর মধ্যে বুধবারই ফিজি ফিরে গিয়েছেন কৃষ্ণ ।
আরও পড়ুন: ভারতে মহিলা ফুটবলের উন্নয়নে উদ্যোগ, অঞ্জু তামাঙ্গের পাশে এফপিএআই