IND A vs NZ A: হ্যাটট্রিক করলেন কুলদীপ, চার উইকেটে ম্যাচ জিতে সিরিজজয়ী ভারত 'এ'
Kuldeep Yadav: ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইডেন গার্ডেন্স এবং তার দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, আন্তর্জাতিক ওয়ান ডে দুইটি হ্যাটট্রিক রয়েছে কুলদীপ যাদবের নামে।
চেন্নাই: ভারত 'এ' দলের হয়ে নিউজিল্যান্ড 'এ' দলের বিরুদ্ধে (IND A vs NZ A) দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হ্যাটট্রিক করলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তাঁর বোলিং পারফরম্যান্স এবং পৃথ্বী শর (Prithvi Shaw) ব্যাটিংয়ে ভর করেই কিউয়িদের চার উইকেটে মাত দিয়ে ম্যাচ এবং সিরিজ জিতে নিল ভারত 'এ'।
কুলদীপের হ্যাটট্রিক
নিউজিল্যান্ডের হয়ে রচিন রবীন্দ্র ওপেনিংয়ে ৬৫ বলে ৬১ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। জো কার্টারও ৮০ বলে ৭২ রানের ইনিংস খেলেন। তবে কিউয়ি দল গোটা ম্যাচে কখনই বড় রানের পার্টনারশিপ গড়ে তুলতে পারেনি। এর ফলেই সমস্যার মুখে পড়তে হয় তাদের। মাত্র ২১৯ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ড ইনিংস। কুলদীপ যাদব ইনিংসের ৪৭তম ওভারে হ্যাটট্রিক করেন। লোগান ভ্যান বিক, জো ওয়াকার এবং জেকব ডাফিকে সাজঘরে ফিরিয়ে নিউজিল্যান্ডকে অলআউট করে দেন। এই তিন উইকেটসহ ম্যাচে মোট চারটি উইকেট নেন ভারতীয় বোলার। প্রসঙ্গত, আন্তর্জাতিক ওয়ান ডেতেও দুইবার হ্যাটট্রিক করেছেন।
২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইডেন গার্ডেন্স এবং তার দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন কুলদীপ। তিনি ছাড়া আজকের ম্যাচে রিশি ধবন ও রাহুল চাহার দুইটি করে উইকেট নিয়েছেন। উমরান মালিক একটি উইকেট পান এবং নিজের লিস্ট 'এ' অভিষেকে রাজ বাওয়াও একটি উইকেট নেন। অবশ্য ব্যাট হাতে কিন্তু শূন্য রানেই ফেরেন তিনি। ২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পৃথ্বী শ ও রুতুরাজ গায়কোয়াড় ভারতের হয়ে শুরুটা দারুণভাবে করেন। ওপেনিংয়ে দুইজনে ৮২ রান যোগ করেন।
ম্যাচ জেতালেন অলরাউন্ডাররা
রুতুরাজ ৩০ রান করে আউট হন। রজত পতিদারও ২০ রানের বেশি করতে পারেননি। মাঝ ইনিংসে ৪৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ভারত 'এ' একটু চাপে পড়ে গিয়েছিল বটে। তবে পরিপক্ক ইনিংসে দলের জয় সুনিশ্চিত করেন দুই অলরাউন্ডার রিশি ও শার্দুল ঠাকুর। রিশি ২২ ও শার্দুল ২৫ রান করেন। অধিনায়ক সঞ্জু স্যামসন ৩৭ রানের একটি ভাল ইনিংস খেলেন। এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত 'এ'।
আরও পড়ুন: জয়সবালের দুরন্ত দ্বিশতরানে ভর করে ফাইনালে দক্ষিণাঞ্চলকে মাত দিল রাহানের পশ্চিমাঞ্চল