এক্সপ্লোর
Advertisement
MSD Christmas Celebrations: বড়দিনে জীভার 'সান্তা' ধোনিই, হেলিকপ্টার শট কই! মেয়েকে কোলে নিয়ে এ তো 'ড্যাডি কুল'
এমনিতে ক্রিকেট মাঠ থেকে দূরে থাকাকালীন এমএস ধোনি লাইমলাইটে থাকতে পছন্দ করেন না, আর সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় ছিলেন বলেও জানা যায় না। যখন 'থালা' ক্রিকেট খেলছেন না, তখন তাঁর ভক্তরা প্রায়শই ধোনিকে না দেখতে পাওয়ার জন্য হাহুতাশ করেন।
রাঁচি: আইপিএল শেষ। তাঁকে ফের ক্রিকেট মাঠে দেখার অপেক্ষায় যাঁরা হা পিত্যেশ করে বসে ছিলেন, ত্রয়োদশ আইপিএলে তাঁদের অপেক্ষার অবসান হয়েছিল। ফের চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে দেখা গিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনিকে।
আইপিএল শেষ হয়ে যাওয়ার পর আপাতত ছুটির মেজাজে 'ক্যাপ্টেন কুল'। তিনি বড়দিন কাটালেন মেয়ে জীভার সঙ্গে। আর সেই ছবিই আপাতত সোশ্যাল মিডিয়ায় ঝড়। ভাইরাল হয়েছে ধোনির ছবি।
এমনিতে ক্রিকেট মাঠ থেকে দূরে থাকাকালীন এমএস ধোনি লাইমলাইটে থাকতে পছন্দ করেন না, আর সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় ছিলেন বলেও জানা যায় না। যখন 'থালা' ক্রিকেট খেলছেন না, তখন তাঁর ভক্তরা প্রায়শই ধোনিকে না দেখতে পাওয়ার জন্য হাহুতাশ করেন। এমনকী, অস্ট্রেলিয়া সফরে স্টিভ স্মিথদের বিরুদ্ধে ভারতের খেলা চলাকালীন গ্যালারিতে প্রায়ই দেখা যাচ্ছে 'উই মিস ইউ এমএস ধোনি' প্ল্যাকার্ড। এরকমই একটি প্ল্যাকার্ড দেখে বিরাট কোহলি পর্যন্ত 'মি টু' ইঙ্গিত করেছিলেন। যার অর্থ, তিনিও অন্যদের মতো ধোনির অভাব টের পাচ্ছেন।
আইপিএলে হতাশাজনক সপ্তম স্থানে শেষ করেছিল সিএসকে। আইপিএল শেষ হয়ে যাওয়ার পর ধোনি দেশে ফেরেননি। দুবাইয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। অনেকে ভেবেছিলেন পরের বছরের আইপিএলের প্রস্তুতি হিসাবে জানুয়ারি মাসে তিনি ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে খেলবেন। তবে সেরকম সম্ভাবনা নেই।
এপ্রিল মাসে শুরু হতে যাওয়া আইপিএলের ১৪ তম পর্বের দিকেই এখন মনোনিবেশ করবেন ধোনি। টুর্নামেন্টের আগে খেলোয়াড়ের নিলাম হবে, এবং সংযুক্ত আরব আমিরশাহির ব্যর্থতার পর দলে কিছু নতুন মুখ আনতে পারে সিএসকে টিম ম্যানেজমেন্ট। এসব চর্চার মধ্যেই ধোনিকে দেখা গেল বড়দিন পালন করতে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, মেয়ে জীভাকে কোলে নিয়ে ক্রিসমাস ট্রি-র সামনে পোজ দিচ্ছেন ক্যাপ্টেন কুল। দুজনেরই মাথায় সান্তা ক্লজের লাল টুপি। তাতে অনেকে কমেন্ট করেন, ক্যাপ্টেন কুল এখন কি ড্যাডি কুল!
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement