এক্সপ্লোর
রিও-তে সিঙ্গলস, ডাবলস, মিক্সড ডাবলসে খেলবেন নাদাল
রিও ডি জেনেইরো: রজার ফেডেরার, স্ট্যানিস্লাস ওয়ারিঙ্কার মতো তারকারা চোটের কারণে নাম তুলে নিলেও, বাঁ হাতের কব্জিতে আঘাত নিয়েও রিও অলিম্পিকে খেলবেন বলে জানিয়ে দিলেন স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল। শুধু তা-ই নয়, তিনি সিঙ্গলসের পাশাপাশি ডাবলস ও মিক্সড ডাবলসেও খেলবেন।
বিশ্ব ক্রম তালিকায় পাঁচ নম্বরে থাকা নাদাল বলেছেন, ‘আমি খেলার পক্ষে আদর্শ অবস্থায় নেই। ঝুঁকি নিয়েই খেলতে হবে। তবে অনুশীলন ভালভাবেই করছি। গত দু মাসের মধ্যে এই প্রথম পরপর দু দিন কঠোর অনুশীলন করতে পেরেছি। কব্জির অবস্থার অবনতি হয়নি। তাই দলের সঙ্গে আলোচনা করে খেলার সিদ্ধান্ত নিয়েছি।’
রিও-তে ডাবলসে নাদালের সঙ্গী হবেন মার্ক লোপেজ। মিক্সড ডাবলসে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজার সঙ্গে জুটি বেঁধে খেলবেন নাদাল।
১৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল ২০০৮ বেজিং অলিম্পিকে সোনা জিতেছিলেন। তবে হাঁটুর চোটের জন্য ২০১২ লন্ডন অলিম্পিকে খেলতে পারেননি। এবার ফরাসি ওপেনে চোট পাওয়ার পর উইম্বলডনে খেলতে পারেননি। তবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে নাদালই স্পেনের জাতীয় পতাকা বহন করবেন। তিনি মনে করছেন, সিঙ্গলসের চেয়েও ডাবলসে পদক জয়ের সম্ভাবনা বেশি। দেশকে পদক এনে দেওয়ার জন্য সবরকম চেষ্টা করবেন বলে জানিয়েছেন নাদাল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement