Paris Olympics: রবিবার পদক সম্ভাবনা উজ্জ্বল, কখন নামছেন ভারতীয় অ্যাথলিটরা? রইল সারাদিনের সূচি
Olympics 2024: মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালের পাশাপাশি ব্যাডমিন্টনে অভিযান শুরু করবেন পি ভি সিন্ধু। রবিবার, অলিম্পিক্সের দ্বিতীয় দিন ভারতীয় অ্যাথলিটদের সূচি কী?
প্যারিস: বিশ্বের এক নম্বর শ্যুটার হিসাবে নেমে টোকিও অলিম্পিক্সে হতাশ করেছিলেন। কিন্তু প্যারিসে স্বপ্ন দেখাচ্ছেন মানু ভাকের (Manu Bhaker)। ২০ বছর পর ভারতের কোনও মহিলা শ্যুটার অলিম্পিক্সের (Paris Olympics) ফাইনালে পৌঁছেছে। যোগ্যতা অর্জনকারী পর্বে শনিবার তৃতীয় স্থান ছিনিয়ে নিয়েছেন মানু। রবিবার নামছেন ফাইনালে। পদক জয়ের প্রার্থনা শুরু করে দিয়েছে গোটা দেশ।
মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালের পাশাপাশি ব্যাডমিন্টনে অভিযান শুরু করবেন পি ভি সিন্ধু। রবিবার, অলিম্পিক্সের দ্বিতীয় দিন ভারতীয় অ্যাথলিটদের সূচি কী?
শ্যুটিং
মহিলা ১০ মিটার এয়ার রাইফেলের যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতের এলাভেনিল ভালারিভান ও রমিতা জিন্দল
বেলা ১২.৪৫
পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতের সন্দীপ সিংহ ও অর্জুন বাবুতা
দুপুর ২.৪৫
মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে পদকের ম্যাচে মানু ভাকের
দুপুর ৩.৩০
ব্যাডমিন্টন
মহিলাদের সিঙ্গলস গ্রুপ পর্বে পি ভি সিন্ধু
বেলা ১২.৫০
পুরুষদের সিঙ্গলসে গ্রুপ পর্বে এইচ এস প্রণয়
রাত ৮টা থেকে
রোয়িং
পুরুষদের সিঙ্গল স্কালস রেপেশাঁয় বলরাজ পানওয়ার
দুপুর ১.০৬
টেবিল টেনিস
মহিলা সিঙ্গলসে রাউন্ড অফ সিক্সটিনে শ্রীজা আকুলা
দুপুর ২.১৫
পুরুষদের সিঙ্গলসে রাউন্ড অফ সিক্সটিনে শরথ কমল
দুপুর ৩টে
মহিলাদের সিঙ্গলসে রাউন্ড অফ সিক্সটিনে মমিকা বাত্রা
বিকেল ৪.৩০
পুরুষদের সিঙ্গলসে রাউন্ড অফ সিক্সটি ফোরে হরমিত দেশাই
রাত ১১.৩০
সাঁতার
১০০ মিটার ব্যাকস্ট্রোক হিটে শ্রীহরি নটরাজ
দুপুর ৩.১৩
২০০ মিটার ফ্রি স্টাইল হিটে ধিনিধি দেসিংঘু
দুপুর ৩.৩০
১০০ মিটার ব্যাকস্ট্রোক সেমিফাইনালে শ্রীহরি নটরাজ (যদি যোগ্যতা পান)
রাত ১.০২
২০০ মিটার ফ্রি স্টাইল সেমিফাইনালে ধিনিধি দেসিংঘু (যদি যোগ্যতা পান)
রাত ১.২০
টেনিস
পুরুষ সিঙ্গলসের প্রথম রাউন্ডের ম্যাচে সুমিত নাগাল
দুপুর ৩.৩০ থেকে
পুরুষ ডাবলসে প্রথম রাউন্ডে রোহন বোপন্না ও শ্রীরাম বালাজি
দুপুর ৩.৩০ থেকে
বক্সিং
মহিলাদের ৫০ কেজি বিভাগের রাউন্ডা অফ সিক্সটিনে নিখাত জারিন
দুপুর ৩.৫০
তিরন্দাজি
মহিলাদের রিকার্ভ টিম কোয়ার্টার ফাইনালে অঙ্কিতা ভকত, ভজন কৌর ও দীপিকা কুমারী
বিকেল ৫.৪৫
মহিলাদের রিকার্ভ টিম সেমিফাইনালে (যদি যোগ্যতা অর্জন করেন) অঙ্কিতা ভকত, ভজন কৌর ও দীপিকা কুমারী
সন্ধ্যা ৭.১৭
মহিলাদের রিকার্ভ টিম ব্রোঞ্জ পদকের ম্যাচ (সেমিফাইনালে হেরে গেলে) অঙ্কিতা ভকত, ভজন কৌর ও দীপিকা কুমারী
রাত ৮.১৮
মহিলাদের রিকার্ভ টিম সোনার পদকের ম্যাচ (যদি যোগ্যতা অর্জন করেন) অঙ্কিতা ভকত, ভজন কৌর ও দীপিকা কুমারী
রাত ৮.৪১
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।