এক্সপ্লোর
Advertisement
ফল যাই হোক না কেন, বিশ্বকাপের পরই বাতিলের তালিকায় পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক ও কোচ মিকি আর্থার
ইনজামামের পরিবর্তে নতুন নির্বাচক প্রধান করা হতে পারে প্রাক্তন অধিনায়ক আমির সোহেলকে
করাচি: বিশ্বকাপে পাকিস্তানের ফল যাই হোক না কেন, প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক আর কোচ মিকি আর্থারের চুক্তি নবীকরণ করা হবে না। বিশ্বকাপের পরই শেষ হচ্ছে দুজনের চুক্তি। পাক বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে জানিয়েছেন, বিশ্বকাপে পাকিস্তান ভাল কিছু করলেও মেয়াদ বাড়ানো হবে না কোচ ও প্রধান নির্বাচকের।
ইনজামামের পরিবর্তে নতুন নির্বাচক প্রধান করা হতে পারে প্রাক্তন অধিনায়ক আমির সোহেলকে। নাাম প্রকাশে অনিচ্ছুক পাক বোর্ডের ওই কর্তা বলেছেন, 'প্রধান নির্বাচক হিসাবে যাঁদের নাম ভাবা হচ্ছে, তাঁদের মধ্যে সোহেলের নামই এগিয়ে রয়েছে। নতুন কোচ ও প্রধান নির্বাচক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাক বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান।'
দুজনের কাজ নিয়ে বোর্ডের অন্তরমহলে যে অসন্তোষ রয়েছে, পিটিআই-কে জানিয়েছেন ওই কর্তা। বলেছেন, 'পাক বোর্ডের চেয়ারম্যান হিসাবে এহসান মানি ও এমডি হিসাবে ওয়াসিম খান দায়িত্ব নেওয়ার সময়ই দুজনকে সরানোর কথা ভাবা হয়ে গিয়েছিল। তবে বিশ্বকাপের বেশি দেরি ছিল না বলে পদক্ষেপ করা হয়নি। তবে ইনজামাম ও আর্থারের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে চেয়ারম্যান ও এমডি কেউই সন্তুষ্ট নন।'
আর্থারের পরিবর্তে কোচ কে হবেন, তা এখনও চূড়ান্ত নয়। বিদেশি কেউ দায়িত্ব পেতে পারেন। পাক বোর্ডের কেউ কেউ আবার ইনজামামকে কোচ হিসাবে চাইছেন বলে খবর। ঘটনা হচ্ছে, আর্থার নিজে পাকিস্তান দলের কোচ হিসাবে চুক্তির নবীকরণ করতে আগ্রহী। তাঁর মেয়াদ বাড়ানো হবে কি না, তা নিয়ে পাক বোর্ডের কাছেও জানতে চেয়েছিলেন তিনি। আর্থারকে এসব না ভেবে বিশ্বকাপে মনোনিবেশ করতে বলা হয়েছিল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement