Modi Meet Sindhu: কথা রাখলেন প্রধানমন্ত্রী, পিভি সিন্ধুর সঙ্গে আইসক্রিম খেলেন নরেন্দ্র মোদি
কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথা দিয়ে কথা রাখলেন তিনি। নিজেই সিন্ধুর সঙ্গে আইসক্রিম খেলেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: টোকিও থেকে ফেরার পর প্রধানমন্ত্রীর সঙ্গে আইসক্রিস খাওয়ার কথা ছিল। সেই কথা দিয়েছিলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। কথা দিয়ে কথা রাখলেন তিনি। নিজেই সিন্ধুর সঙ্গে আইসক্রিম খেলেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে সিন্ধুর সঙ্গে একই টেবিলে আইসক্রিস খাচ্ছেন প্রধানমন্ত্রী। গত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন টোকিও অলিম্পিক্সে অংশ নেওয়া অ্যাথলিটরা। সেখানেই পিভি সিন্ধুর সঙ্গে কথা বলতে দেখা গেল মোদিকে।
#WATCH | Prime Minister Narendra Modi offers ice cream to #TokyoOlympics medal winner PV Sindhu during his interaction with the Indian contingent.
— ANI (@ANI) August 18, 2021
On an earlier occasion, PM had told her that they'll eat ice cream together after her return from Tokyo. pic.twitter.com/FzooN22f82
টোকিও অলিম্পিক্সে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছেন সিন্ধু। অলিম্পিক্সে যাওয়ার আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল সিন্ধুর। নিজের প্রিয় খাবার আইসক্রিস, সেদিনই জানিয়েছিলেন মোদিকে। এরপরই প্রধানমন্ত্রী কথা দেন যে অলিম্পিক্স থেকে ফিরে আসার পর তিনি তরুণী এই শাটলারের সঙ্গে আইসক্রিস খাবেন। এমনকী সিন্ধু রিওর মতো টোকিওতেও সাফল্য পাবেন বলে জানিয়েছিলেন মোদি। এরপরই সোমবার নিজের দেওয়া কথা রাখলেন এবার প্রধানমন্ত্রী।
সিন্ধু নিজের ট্যুইটারে সেই ছবি পোস্ট করে লিখেছেন, 'অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আইসক্রিম খাওয়ার সৌভাগ্য হল আমার। দারুণ একটা অনুভূতি।' শুধু আইসক্রিম খাওয়াই নয়, সিন্ধুকে একটি ব্যাডমিন্টন র্যাকেটও উপহার দেন মোদি। উল্লেখ্য, রিওতে রুপো জিতেছিলেন সিন্ধু। কিন্তু এবার ইয়ামাগুচির কাছে সেমিতে হেরে যান সিন্ধু। ফলে রুপো জয়ের আশা শেষ হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত ব্রোঞ্জ জিতেছেন তিনি। প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে পরপর ২টি অলিম্পিক্সেই পদক জয়ের নজির গড়েন সিন্ধু। প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ের ব্যাপারে আশাবাদী হায়দরাবাদি শাটলার।