এক্সপ্লোর
ফেসবুক পেজে বাড়ি ভাড়ার ‘বিজ্ঞাপন’, ‘এখন কি জমিবাড়ির দালাল’! সোশ্যাল মিডিয়ায় ট্রোলড রবীন্দ্র জাদেজা
নয়াদিল্লি: বর্তমানে ভারতীয় দলের বাইরে রয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। এবার তাঁর অনুরাগীদের একাংশ মনে করছেন, তাঁকে প্রয়োজনের চেয়ে বেশি বিশ্রাম দেওয়া হয়ে গিয়েছে। হাতে করার মতো কাজ কিছুই নেই। তাই জমিবাড়ির দালাল হয়ে উঠেছেন জাদেজা। আসলে তাঁর ফেসবুক পেজে সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে এভাবে অনুরাগীদের সমালোচনার মুখে পড়েছেন এই বাঁহাতি স্পিনার। ওই পোস্টে জামনগরে তাঁর কুবের অ্যাভিনিউর বাড়ির একটি তলা ভাড়া দেওয়ার কথা বলা হয়েছে।
জাদেজার ফেসবুক পেজে এই পোস্টটি খুবই সন্দেহজনক। এটি হ্যাকিংও হতে পারে। যদিও অনুরাগীরা এই পোস্ট ঘিরে জাদেজাকে বিঁধতে ছাড়ছেন না।
একজন লিখেছেন, ক্রিকেটার থেকে জমিবাড়ির দালাল?
অন্য একজন লিখেছেন, এখন কি জমিবাড়ি কেনাবেচার ব্যবসা শুরু করেছেন।
আবার অনেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হার্দিক পান্ড্যকে রান আউট করার জন্য জাদেজার সমালোচনা করেছেন। কেউ কেউ তো দাবি করে বসেছেন যে, ওই ঘটনার জেরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে।
তবে কোনও কোনও অনুরাগী তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন। তাঁরা বলেছেন, এটা জাদেজার সম্পত্তি। সেই বাড়ি তিনি ভাড়া দেবেন, কী দেবেন না, তা তাঁর ওপরই নির্ভর করছে। এতে জমিবাড়ির দালালির কী আছে?
কেউ কেউ আশা প্রকাশ করেছেন যে, খুব শীঘ্রই দলে ফিরে আসবেন জাদেজা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement