এক্সপ্লোর
রোহিতের ব্যর্থতার দিনে উজ্জ্বল পারফরম্যান্স শ্রীকার ভরত, প্রিয়াঙ্ক পাঞ্চাল, সিদ্ধেশ লাডের, ম্যাচ অমীমাংসিত
এবারের ভারত সফরে এই একটিমাত্র তিনদিনের ম্যাচ খেলল দক্ষিণ আফ্রিকা।

বিজয়নগরম: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোর্ড সভাপতি একাদশের তিনদিনের ম্যাচ আজ অমীমাংসিতভাবে শেষ হল। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচের প্রথম দিনের খেলা ভেস্তে যায়। এরপর দ্বিতীয় দিনও ৫০ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। আজ তৃতীয় তথা শেষ দিন প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৭৯ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ৮ উইকেটে ২৬৫ রান করে বোর্ড সভাপতি একাদশ। এবারের ভারত সফরে এই একটিমাত্র তিনদিনের ম্যাচ খেলল দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজের আগে ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম ১০০ রান করে অবসৃত হন। টেম্বা বাভুমা ৮৭ রান করে অপরাজিত থাকেন। ভেরনন ফিল্যান্ডার ৪৮ রান করেন। বোর্ড সভাপতি একাদশের হয়ে ধর্মেন্দ্রসিংহ জাডেজা ৬৬ রান দিয়ে ৩ উইকেট নেন। আসন্ন টেস্ট সিরিজে ভারতের হয়ে ওপেন করতে চলা রোহিত শর্মা কোনও রান করেই আউট হয়ে যান। তবে বোর্ড সভাপতি একাদশের হয়ে ভাল পারফরম্যান্স দেখান অপর ওপেনার ময়ঙ্ক অগ্রবাল (৩৯), প্রিয়াঙ্ক পাঞ্চাল (৬০), সিদ্ধেশ লাড (৫২ অপরাজিত) ও উইকেটরক্ষক শ্রীকার ভরত (৭১)। দক্ষিণ আফ্রিকার হয়ে ভারতীয় বংশোদ্ভূত স্পিনার কেশব মহারাজ ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















