CWG 2022: সাত্ত্বিক-চিরাগ জুটির দাপট, ব্যাডমিন্টনে আরও এক সোনা ভারতের ভাঁড়ারে
CWG Badminton: পুরুষ ডাবলসেও এল সোনা। জিতলেন সাত্ত্বিক সাই রাজ রনকিরেড্ডি ও চিরাগ শেট্টি।
বার্মিংহাম: কমনওয়েলথ গেমসের মঞ্চে ব্যাডমিন্টনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে ভারত। মহিলাদের সিঙ্গলসে পি ভি সিন্ধু ও পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন সোনা জিতেছেন। এবার পুরুষ ডাবলসেও এল সোনা। জিতলেন সাত্ত্বিক সাই রাজ রনকিরেড্ডি ও চিরাগ শেট্টি।
কমনওয়েলথ গেমসে সোমবারও ভারতের সোনার দিন হয়ে রইল। শুরুটা করেছিলেন পি ভি সিন্ধু। ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসে সোনা জিতেছিলেন। তারপর পুরুষ সিঙ্গলসে সোনা জেতেন লক্ষ্য সেন। টেবিল টেনিসে পুরুষদের সিঙ্গলসে সোনা জিতলেন শরথ কমল (Sharath Kamal)।
গত জুলাইয়ে চল্লিশ সম্পূর্ণ করে ফেলেছেন শরথ কমল। কিন্তু বয়সকে যেন তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন ভারতীয় শাটলার। বয়সটা যেন তাঁর কাছে নিছকই একটা সংখ্যা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তিরা বলে থাকেন, বয়স নয়, দক্ষতাই মাপকাঠি। যে মাপকাঠিতে সসম্মানে উত্তীর্ণ শরথ কমল।
ইংল্যান্ডের লিয়াম পিচফোর্ডকে ৪-১ গেমে হারিয়ে সোনা জিতলেন কমল। প্রথম গেম ১১-১৩ ব্যবধানে হেরে গিয়েছিলেন শরথ কমল। তারপর ঘুরে দাঁড়িয়ে টানা চার গেম জেতেন। ম্যাচের ফল ১১-১৩, ১১-৭, ১১-২, ১১-৬ ও ১১-৮। ১৬ বছর পর কমনওয়েলথ গেমসে ফের সোনা জিতলেন শরথ কমল। ২০০৬ সালে প্রথমবার কমনওয়েলথ গেমসে নেমেছিলেন। তারপর থেকে শরথের কমনওয়েলথ গেমসে ১৩তম পদক জয় হয়ে গেল।
সাথিয়ানের জয়
গোটা স্টেডিয়াম কার্যত চিৎকার করছে তাঁর প্রতিপক্ষের জয়ের প্রার্থনায়। হবে নাই বা কেন! খেলা হচ্ছে ইংল্যান্ডের মাটিতে । আর সেখানে ব্রোঞ্জের ম্যাচে লড়াই করছেন ঘরের ছেলে পল ড্রিঙ্কহল।
ইংরেজ প্রতিপক্ষের পাশাপাশি টেবিল টেনিসে ব্রোঞ্জ জয়ের ম্যাচে সাথিয়ান জ্ঞানসেকরনকে (Sathiyan Gnanasekaran) লড়তে হল গ্যালারির জনসমর্থনের বিরুদ্ধেও। তবে জোড়া দ্বৈরথে শেষ হাসি ভারতীয় প্যাডলারেরই। ইংরেজ তারকাকে ৪-৩ গেমে হারিয়ে পুরুষদের টেবিল টেনিসে সিঙ্গলসে ব্রোঞ্জ জিতলেন সাথিয়ান।
সোনার দৌড়
ব্য়াডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে জয় পিভি সিন্ধুর (PV Sindhu)। কমনওয়েলথে গেমসে (Commonwealth Games 2022) সোনা জয় ব্যাডমিন্টনে (Badminton)। দুরন্ত ফর্ম বজায় রেখে কানাডার মিশেল লি-কে একপ্রকার উড়িয়ে দিলেন সিন্ধু। এর আগে কমনওয়েলথে ব্যাডমিন্টনে সিঙ্গলসে কখনও সোনা জেতেননি কোনও ভারতীয়। এই প্রথমবার সেই লক্ষ্যপূরণ হল সিন্ধুর হাত ধরে। সিঙ্গাপুর ওপেনের পর এবার কমনওয়েলথ গেমসে ফের একবার নিজের জাত চেনালেন সিন্ধু।
আরও পড়ুন: প্রতিপক্ষকে হেলায় উড়িয়ে ব্যাডমিন্টনে সিঙ্গলসে সোনা জয় সিন্ধুর