এক্সপ্লোর
অভিষেকেই অসাধারণ বোলিং শাদাবের, প্রথম টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাল পাকিস্তান

ছবি সৌজন্যে পিসিবি/ট্যুইটার
ব্রিজটাউন: অভিষেক ম্যাচেই তরুণ লেগস্পিনার শাদাব খানের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে চার ম্যাচের সিরিজের প্রথম টি-২০ ম্যাচে সহজেই ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে দিল পাকিস্তান। ৪ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শাদাব। টি-২০ তে অভিষেক ম্যাচে কোনও বোলারের এটাই সবচেয়ে ভাল পারফরম্যান্স। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে মাত্র ১১১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট ৩৪ রানে অপরাজিত থাকেন। অন্য কোনও ব্যাটসম্যানই বড় রান করতে পারেননি। ১৭.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। শোয়েব মালিক ৩৮ রানে অপরাজিত থাকেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















