Shoaib Akhtar: ৪৭তম জন্মদিনের আগেই হাঁটুতে অস্ত্রোপ্রচার, কেমন আছেন শোয়েব আখতার?
Shoaib Akhtar Birthday: ৪৭তম জন্মদিনের আগে বল করা তো দূর হাঁঠুক সমস্যায় চলাফেরা করতেও বেশ সমস্যায় ভুগছেন শোয়েব।
মেলবোর্ন: আজ শনিবার পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতারের (Shoaib Akhtar) ৪৭তম জন্মদিন। একসময় মাঠে বলের গতিতে ঝড় তুলতেন পাক তারকা। সেসব দিন অতীত। ৪৭তম জন্মদিনের আগে বল করা তো দূর হাঁঠুক সমস্যায় চলাফেরা করতেও বেশ সমস্যায় ভুগছেন শোয়েব।
জন্মদিনের আগে অস্ত্রোপ্রচার
নিজের খেলার কেরিয়ারে চোট আঘাতে বারংবার জর্জরিত হয়ে শোয়েবকে বহু ম্যাচে মাঠের বাইরে বসতে হয়েছে। নিজের হাঁটু নিয়ে সমস্যার কথা অতীতেও বহুবার বলেছেন শোয়েব। একাধিক অস্ত্রোপ্রচারও হয়েছে তাঁর। তবে তাতে খুব বেশি লাভের লাভ কিছুই হয়নি। হালে আবারও হাঁটুর সমস্যায় ভুগছিলেন তিনি। সেই কারণেই পুনরায় অস্ত্রোপ্রচার করান গতির সওদাগর। তার জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্নে রয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই অস্ত্রোপ্রচারের পর নিজের আপডেটও দেন শোয়েব।
তিনি লেখেন, 'আমি সদ্যই অস্ত্রোপ্রচার শেষে বেরিয়ে এসেছি। এই অস্ত্রোপ্রচারে প্রায় পাঁচ-ছয় ঘণ্টা সময় লেগেছে। আমি এখনও ব্যথায় যন্ত্রণা পাচ্ছি এবং তার থেকে মুক্তি পেতে আপনাগের শুভকামনার প্রয়োজন। আশা করছি এটাই আমার শেষ অস্ত্রোপ্রচার।' তিনি আরও জানান, 'আমি আরও ক্রিকেট খেলতে পারতাম। তবে আমি যদি আর ক্রিকেট খেলতাম, তাহলে হয়তো আমায় উইলচেয়ারে বসে বাকি জীবনটা কাটাতে হত। তবে পাকিস্তানের হয়ে জন্য খেলার জন্য এতটুকু করাই যায়। আমি যদি সুযোগ পাই, তাহলে আবারও আমি ব্যথা উপেক্ষা করে একই কাজ করব।'
View this post on Instagram
শোয়েবের রেকর্ড
নিজের আন্তর্জাতিক করিয়ারে শোয়েব মোট ২৪৭টি উইকেট নিয়েছেন ওয়ান ডে ক্রিকেটে। এই ফর্ম্যাটেই ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুততম, ১৬১.৩ কিমি বেগে বলটি করেন শোয়েব। লাল বলের ক্রিকেটেও তাঁর রেকর্ড কিন্তু খারাপ নয়। ৪৬টি টেস্ট ম্যাচ খেলে ১৭৮টি উইকেট রয়েছে শোয়েবের দখলে। তবে কেরিয়ারের শেষের দিকে চোট আঘাতের সমস্যা আরও বৃদ্ধি পাওয়ায় ১৫টির বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি শোয়েবের। এই ফর্ম্যাটে পাকিস্তানের হয়ে 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' ১৯টি উইকেট নিয়েছেন। ভারতের বিরুদ্ধেও ৬৯টি উইকেট নেওয়া আখতার কিন্তু বরাবরই ভাল পারফর্ম করেছেন। খেলা বহুদিন ছাড়লেও, বর্তমানে মাঠের বাইরে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু শোয়েব বেশ জনপ্রিয়।
আরও পড়ুন: এক ওভারে ২২ রান, সাসেক্সের হয়ে ৭৯ বলে ১০৭ রান করেও জেতাতে পারলেন না পূজারা