Singapore Open Final 2022: বছরের তৃতীয় খেতাব, সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু
PV Sindhu wins: গতকাল সেমিফাইনালে হারালেন জাপানের (Japan) সায়না কাওয়াকামিকে। স্ট্রেট গেমে জয়। ভারতীয় নক্ষত্র শাটলারের জয় ২১-১৫, ২১-৭ গেমে। ফাইনালেও শেষ হাসি হাসলেন।
![Singapore Open Final 2022: বছরের তৃতীয় খেতাব, সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু Singapore Open Final 2022: PV Sindhu wins maiden title against Wang Zhi, know details Singapore Open Final 2022: বছরের তৃতীয় খেতাব, সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/17/191cfc2529c00d911784344d11d895381658038625_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সিঙ্গাপুর: তিনিই ফেভারিট ছিলেন। শেষ পর্যন্ত তিনিই খেতাব জিতলেন। সিঙ্গাপুর ওপেন (Singapore Open) চ্যাম্পিয়ন পিভি সিন্ধু (PV Sindhu)। ভারতের তারকা এই শাটলারের চলতি বছরে এই নিয়ে তৃতীয় খেতাব এটি। এদিন ফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বী ওয়াং ঝি ইয়ের বিরুদ্ধে ২১-৯, ১১-২১, ২১-১৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেন সিন্ধু। কেরিয়ারের প্রথম সিঙ্গাপুর ওপেন খেতাব জিতলেন তিনি।
তিন গেমের লড়াই
বিশ্বের সাত নম্বর সিন্ধু ফাইনালে নেমেছিলেন বিশ্বের আট নম্বর ওয়াং ঝি ইয়ের বিরুদ্ধে। খাতায় কলমে ফেভারিট হিসেবে কোর্টে নামা সিন্ধু কাউকে হতাশ করেননি। প্রথম গেমেই ২১-৯ ব্যবধানে জয় ছিনিয়ে নেন। প্রথম গেমে প্রথম চার পয়েন্ট যদিও ২ জনে ভাগাভাগি করে নিয়েছিলেন। কিন্তু এরপরই খেলার রাশ নিজের দিকে নিয়ে নেন সিন্ধু। একের পর এক আক্রমণাত্মক সার্ভিস ও কাউন্টার শটে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে দিয়েছিলেন তিনই। শেষ পর্যন্ত প্রথম গেম জিতে নেন সিন্ধু।
দ্বিতীয় গেমে অবশ্য ওয়াং ঝি পাল্টা আক্রমণ করেন। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত কয়েকটি পয়েন্ট হারান সিন্ধু। যেখান থেকে ফিরে আসতে পারেননি সিন্ধু আর দ্বিতীয় গেমে। হারতে হয় দ্বিতীয় গেম। প্রত্যাশিতই ছিল তৃতীয় গেম হাড্ডাহাড্ডি হতে চলেছে। শুরু থেকেই চলে পয়েন্ট ভাগাভাগি। কিন্তু ১০ পয়েন্ট পাওয়ার পরে আর ধরে রাখা যায়নি সিন্ধুকে। দ্রুত নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেন তিনি। শেষ পর্যন্ত তৃতীয় গেমে ২১-১৫ জয় ছিনিয়ে নিয় খেতাবও ঝুলিতে পুরে নেন ২ বারের অলিম্পিক্স পদকজয়ী এই শাটলার।
উল্লেখ্য, এর আগে চলতি বছর সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ও সুইস ওপেনে জিতেছিলেন। এবার সিঙ্গাপুর ওপেন জিতে বছরে নিজের তৃতীয় খেতাব ঘরে তুললেন সিন্ধু। এর আগে ২০১৭ সালে শেষবার তেরঙ্গা উড়েছিল সিঙ্গাপুর ওপেনে। সেবার পুরুষদের সিঙ্গলসে বি সাই প্রণীত জয় পেয়েছিলেন ফাইনালে। এরপর ৫ বছর পর ফের একবার ফাইনালে কোনও ভারতীয়র জয়।
আরও পড়ুন: ফেসবুকে ছোট্ট পোস্টেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন তামিম ইকবাল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)