Asia Cup 2022: ২ তারকাকে বিশ্রাম দিল পাকিস্তান, টস জিতে শুরুতে ফিল্ডিং শ্রীলঙ্কার
SL vs Pak: শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে দুরন্ত ছন্দে থাকা উইকেটকিপার-ব্যাটারকে রেখেই দল সাজালেন বাবর।
দুবাই: অনেকে ভেবেছিলেন, হাঁটুতে চোট থাকা মহম্মদ রিজওয়ানকে নিয়মরক্ষার ম্যাচে বিশ্রাম দেবে পাকিস্তান (Pakistan)। কিন্তু সেই পথে হাঁটলেন না বাবর আজম। শ্রীলঙ্কার বিরুদ্ধে (SL vs Pak) এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে দুরন্ত ছন্দে থাকা উইকেটকিপার-ব্যাটারকে রেখেই দল সাজালেন। তবে বিশ্রাম দিয়েছেন আফগানিস্তান ম্যাচে শেষ ওভারে জয়ের নায়ক নাসিম শাহ ও শাদাব খানকে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা।
নিয়মরক্ষার ম্যাচ হলেও, এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দলই। তাই ফাইনালের আগে একে অপরকে জরিপ করে নিতে চাইবে দুই যুযুধান দলই।
শ্রীলঙ্কা এই ম্যাচে দুটি পরিবর্তন করেছে। টসের পর শনাকা জানিয়েছেন, চরিথ আসালঙ্কার পরিবর্তে ধনঞ্জয় ডি সিলভা ও অসিথা ফার্নান্দোর পরিবর্তে প্রমোদ মধূসন খেলছেন। শনাকা বলেন, 'আমরা রান তাড়া করতে চাই।' বাবর জানান, তাঁরাও রান তাড়া করার কথাই ভেবেছিলেন। টস জিতলে তাঁরাও ফিল্ডিংই নিতেন।
Birthday day boy Dasun Shanaka won the toss and elected to field first! #RoaringForGlory #SLvPAK pic.twitter.com/6KWPcg3PyE
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 9, 2022
শ্রীলঙ্কা ও পাকিস্তান দুই দলই ইতিমধ্যে সুপার ফোরে নিজেদের প্রথম দুই ম্যাচে জিতে এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। আজ তাই স্রেফ নিয়মরক্ষার লক্ষ্যেই সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান (Sri Lanka vs Pakistan)। অবশ্য এই ম্যাচের মাধ্যমে রবিবার (১১ সেপ্টেম্বর) ফাইনালের প্রস্তুতিও ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দুই দলের সামনে।
পিচের পরিস্থিতি
দুবাই পিচের চরিত্র এখনও অবধি যেমন ছিল, এই ম্যাচেও তার থেকে পৃথক কিছু হওয়ার কথা নয়। গতকাল এই পিচেই ভারত ও আফগানিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। ফলে পিচ হতে পারে কিছুটা মন্থর। বল থমকে আসতে পারে ব্যাটে। তবে দ্বিতীয় ইনিংস শিশির পড়লে সেই সমস্যা দূর হওয়ার কথা।
বাবর আজম এখনও পর্যন্ত গোটা টুর্নামেন্টে ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার জেরে টি-টোয়েন্টিতে ব্যাটারদের ক্রমতালিকায় নিজের শীর্ষস্থানও হারিয়েছেন পাকিস্তানি অধিনায়ক। ফাইনালের মহারণের আগে তাই এই ম্যাচে ফর্মের ফেরার জন্য বদ্ধপরিকর হবেন বাবর। দুই দলের বোলাররা অবশ্য ভালই ফর্মে রয়েছেন।
আরও পড়ুন: বিরাট কোহলির শতরানে উচ্ছ্বসিত পাকিস্তানি তারকারাও, কী লিখলেন হাসান আলিরা?