T20 World Cup 2022: মেলবোর্নে বৃষ্টিতে ভেস্তে গিয়েছে একাধিক ম্যাচ, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ ভনের
T20 WC: মেলবোর্নে গতকালই একটি বলও খেলা না হয়েই ভেস্তে গিয়েছে দুই ম্যাচই। এরপরেই এমসিজিতে ম্যাচ আয়োজন ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে।
মেলবোর্ন: এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) একাধিক ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। গতকালও আফগানিস্তান-আয়ার্ল্যান্ড ও অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, দুই ম্যাচেই বরুণদেব ব্যাঘাত ঘটিয়েছে। একটি বলও খেলা না হয়েই ভেস্তে গিয়েছে দুই ম্যাচই। মেলবোর্নে (MCG) এর আগেও এই বিশ্বকাপে বৃষ্টি প্রভাব ফেলেছে। এরপরেই এমসিজিতে খেলা আয়োজন ঘিরে উঠছে প্রশ্ন।
ক্ষুব্ধ মাইকেল ভন
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan) এমসিজিতে ম্যাচ আয়োজন করা নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষত যেখানে মেলবোর্নের ডকল্যান্ড স্টেডিয়ামে ছাদ রয়েছে যা খোলা বন্ধ করা যায়। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, 'অস্ট্রেলিয়ায় বৃষ্টির মরসুম চলছে। মেলবোর্নের স্টেডিয়াম যেখানে ছাদ রয়েছে, তার কী হল! সেই স্টেডিয়াম ব্যবহার করাটা কি বুদ্ধিমানের কাজ হত না?' এমসিজি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ডকল্য়ান্ড স্টেডিয়াম। অতীতে বেশ কিছু ওয়ান ডে ম্যাচ ওই স্টেডিয়ামে আয়োজিত হয়েছে। তবে মাঠের ইতিহাস ও বেশি দর্শকাসনের জন্য় বড় ম্যাচ ও টুর্নামেন্টের জন্য এমসিজিকেই বেছে নেওয়া হয়েছে।
Rainy season in Australia .. Stadium in Melbourne with roof on .. !!!!! Wouldn’t it have been sensible to use it ??? #JustSaying #ICCT20WorldCup2022
— Michael Vaughan (@MichaelVaughan) October 28, 2022
কেন ঢাকা হয়নি পুরো মাঠ?
এই নিয়েই প্রশ্ন তোলেন ভন। আফগানিস্তান-আয়ার্ল্যান্ড ম্যাচ বৃষ্টির ফলে বাতিল হলেও, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচ বাতিল ভেজা মাঠের কারণে। বৃষ্টি চলাকালীন কেন মাঠ সম্পূর্ণভাবে ঢাকা হল না, এই নিয়েও প্রশ্ন তুলে ভন লেখেন, 'শ্রীলঙ্কায় তো প্রায়শই বড় বড় ঝড়-ঝাপটা হয়। তা সত্ত্বেও ওরা সম্পূর্ণ মাঠ ঢেকে রাখায় দ্রুতই ম্যাচ পুনরায় শুরু করা যায়। কেন বিগত দুই দিনে এমসিজিকে তেমনভাবে সম্পূর্ণভাবে ঢেকে রাখা হয়নি?'
Can I also ask why in Sri Lanka where they get huge thunder storms they cover all the ground & get play back on quickly … Why hasn’t the MCG been totally covered for the last 2 days ????? #JustAsking #ICCT20WorldCup2022
— Michael Vaughan (@MichaelVaughan) October 28, 2022
প্রসঙ্গত, এ বারের বিশ্বকাপের আগে পর্যন্ত কিন্তু এমসিজিতে বৃষ্টির জন্য টি-টোয়েন্টি ম্যাচ সম্পূর্ণ ভেস্তে যাওয়ার উদাহরণ নেই বললেই চলে। অতীতের ৬৬৭টি বিশ ওভারের ম্যাচের মধ্যে এমসিজিতে মাত্র একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তেছিল। তাই সমালোচনা হলেও, এমসিজিতে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়ে খুব একটা প্রশ্ন তোলরা কিন্তু জো নেই।
আরও পড়ুন: আগে ম্যাচ জিততে হবে, তারপর রান রেট নিয়ে ভাবব, ছিটকে যাওয়ার আশঙ্কার মধ্যেই বলছেন ফিঞ্চ