T20 World Cup: সেমিফাইনালের দলে পরিবর্তন? কী ইঙ্গিত দিলেন রোহিতদের হেড কোচ দ্রাবিড়?
Ind vs Eng: রবিবার নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার পরাজয়ের পরই সেমিফাইনালের টিকিট কনফার্ম হয়ে গিয়েছিল। তারপরেও মাঠে বিন্দুমাত্র ঢিলেমি দেয়নি টিম ইন্ডিয়া।
অ্যাডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে প্রথম একাদশে পরিবর্তন করতে পারে ভারত?
রোহিত শর্মাদের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) সেরকমই ইঙ্গিত দিয়েছেন। জিম্বাবোয়েকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭১ রানে হারিয়ে দ্রাবিড় বলেছেন, 'আমাদের দলের মোট ১৫ সদস্যকে নিয়েই আমরা খোলামেলা থাকছি। আমাদের বিশ্বাস, ১৫ জনের মধ্যে থেকে যেই প্রথম একাদশে সুযোগ পাক না কেন, আমাদের দুর্বল করে ফেলবে না। সেভাবেই দল বাছা হয়েছিল। যাকে প্রয়োজন হবে তাকেই নেওয়া হবে আর তাতে দল এতটুকু দুর্বল হবে না। তবে অ্যাডিলেডের পিচ ও পরিবেশ-পরিস্থিতি কেমন থাকে সেটা দেখতে হবে। আমি অ্যাডিলেডে কয়েকটা ম্যাচ দেখেছি। উইকেট সামান্য মন্থর। বল ঘুরছেও। আমরা অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে যে পিচে খেলেছিলাম সেটায় বল ঘোরেনি। এবার সম্পূর্ণ অন্য পিচে খেলা হতে পারে। একটা ম্যাচের পর অন্য মাঠে কী হবে বলে দেওয়া যায় না।'
বৃহস্পতিবার ভারতের শেষ চারের লড়াই। তার আগে দ্রাবিড় বলছেন, 'আমাদের হাতে দুদিন মতো সময় আছে। উইকেট দেখে তারপর সিদ্ধান্ত নেব। মন্থর পিচ হলে সেই মতো দল তৈরি হবে। অন্যরকম কিছু হলে সেই অনুযায়ী দল সাজানো হবে।'
রবিবার নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার পরাজয়ের পরই সেমিফাইনালের টিকিট কনফার্ম হয়ে গিয়েছিল। তারপরেও মাঠে বিন্দুমাত্র ঢিলেমি দেয়নি টিম ইন্ডিয়া। জিম্বাবোয়েকে ৭১ রানে দুরমুশ করে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে গিয়েছে ভারতীয় দল (Team India)। শেষ চারের লড়াইয়ে রোহিত শর্মাদের (T20 World Cup) প্রতিপক্ষ জস বাটলারের ইংল্যান্ড। বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর দেড়টায় ম্যাচ শুরু। সেই ম্যাচ খেলতে সোমবার অ্য়াডিলেড পৌঁছে গেল ভারতীয় দল।
সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, টিমবাস থেকে নেমে হোটেলে ঢুকছেন ক্রিকেটারেরা। রোহিত শর্মা, বিরাট কোহলি, অর্শদীপ সিংহ, সূর্যকুমার যাদবদের বেশ ফুরফুরে মেজাজে দেখিয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা, 'অ্যাডিলেডে পৌঁছে গেলাম'।
অ্যাডিলেডে এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে একটিই ম্যাচ খেলেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ৫ রানে জিতেছিল ভারত। তার আগের ম্যাচেই পারথে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে মানসিকভাবে ধাক্কা খেয়েছিল ভারত। সেই ধাক্কা কাটিয়ে অ্যাডিলেডেই ফের জয়ের রাস্তায় ফিরেছিল টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে ৪৪ বলে আটটি চার ও একটি ছক্কার সহায়তায় ৬৪ রান করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। বিরাটের কাছে অ্যাডিলেড বরাবরের পয়মন্ত। এই মাঠ তাঁকে কোনওদিন তাঁকে খালি হাতে ফেরায়নি। বাংলাদেশের বিরুদ্ধেও ঝকঝকে হাফসেঞ্চুরি করেছিলেন। সেমিফাইনালেও বড় রান করতে মুখিয়ে থাকবেন তিনি।
আরও পড়ুন: প্রথমবার আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ বিরাট কোহলি