এক্সপ্লোর
সোলদ্রার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি বিজেন্দর
![সোলদ্রার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি বিজেন্দর Vijender To Face Polands Andrzej Soldra Next সোলদ্রার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি বিজেন্দর](https://static.abplive.com/abp_images/755526/photo/Vijender-Singh1-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: পেশাদার বক্সিং জীবনের ষষ্ঠ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী পোল্যান্ডের আন্দ্রজেজ সোলদ্রা অভিজ্ঞতার দিক থেকে অনেক এগিয়ে থাকলেও দমতে নারাজ বিজেন্দর সিংহ। তিনি প্রতিপক্ষের চ্যালেঞ্জ গ্রহণ করছেন। গত পাঁচটি লড়াইয়ের মতো এবারও জিতেই রিং ছাড়তে চান বিজেন্দ্র।
আগামী শুক্রবার বোল্টনের ম্যাক্রন স্টেডিয়ামে সোলদ্রার মুখোমুখি হবেন বিজেন্দর। তার আগে ৩০ বছর বয়সি এই ভারতীয় বক্সার বলছেন, এই লড়াই তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অপরাজিত দৌড় বজায় রাখতে চান। ১১ জুন দেশের মাটিতে ডবুলবিও এশিয়া খেতাবি লড়াইয়ে নামার আগে ষষ্ঠ লড়াই জিতে আত্মবিশ্বাস বাড়িতে নিতে চান।
বিজেন্দর পাঁচটি লড়াইয়ের সবকটিই জিতেছেন প্রতিপক্ষকে নক-আউট করে। মাত্র ১৪ রাউন্ড লড়াই করতে হয়েছে তাঁকে। অন্যদিকে, সোলদ্রা পাঁচ বছর ধরে পেশাদার বক্সিংয়ে লড়াই করছেন। ৮১ রাউন্ড লড়াই করেছেন। তিনি এখনও পর্যন্ত পেশাদার বক্সিংয়ের মাত্র তিনটি লড়াইয়ে হেরেছেন।
লড়াইয়ে নামার আগে সোলদ্রা তাঁর ভারতীয় প্রতিপক্ষকে গুরুত্ব দিতেই নারাজ। তাঁর দাবি, বিজেন্দর তাঁর মানের কোনও বক্সারের মুখোমুখি হননি। এবার তিনি বুঝতে পারবেন আসল পেশাদার বক্সিং কেমন। বিজেন্দরকে নক-আউট করে দেশে ফেরত পাঠানোর হুঙ্কারও দিচ্ছেন সোলদ্রা।
সোলদ্রার এই অহঙ্কারের জবাব বিজেন্দর কীভাবে দেন সেটাই এখন দেখার অপেক্ষায় ভারতের ক্রীড়াপ্রেমীরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)