(Source: ECI/ABP News/ABP Majha)
Virat Kohli: ছন্দে ফিরতে ভারতের ঘরোয়া ক্রিকেটে বিখ্যাত বানানা স্যুইং করা পেসারের বিরুদ্ধে প্রস্তুতি কোহলির
Ind vs Eng: ২০১৮-১৯ রঞ্জি মরসুিমে গুজরাতের ওপেনার কথন পটেলকে একটি ইনস্যুইঙ্গিং ইয়র্কারে বোল্ড করেছিলেন অনুরীত। বলটি কলার মতো বাঁক খেয়েছিল। ক্রিকেটের পরিভাষায় যাকে বলে বানানা স্যুইং।
বার্মিংহ্যাম: তাঁর ব্যাট যেন রান করতে ভুলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে আড়াই বছরেরও বেশি সময় সেঞ্চুরি পাননি। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন। জস বাটলারদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে খেলেননি। তবে বিরাট কোহলি (Virat Kohli) আজ, শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামছেন। আর রানে ফিরতে মরিয়া কোহলি নেটে দীর্ঘক্ষণ ব্যাট করলেন পেসার অনুরীত সিংহের (Anureet Singh) বলে।
কে এই অনুরীত সিংহ? একটা সময় রেলওয়েজের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতেন। বাংলার বিরুদ্ধেও রঞ্জি ট্রফিতে দুরন্ত কিছু স্পেল করেছেন। ডানহাতি পেসার এখন খেলেন সিকিম দলের হয়ে। তাঁর বিশেষত্ব হল, বল দুদিকে স্যুইং করাতে পারেন। ২০১৮-১৯ রঞ্জি মরসুিমে গুজরাতের ওপেনার কথন পটেলকে একটি ইনস্যুইঙ্গিং ইয়র্কারে বোল্ড করেছিলেন। বলটি কলার মতো বাঁক খেয়েছিল। ক্রিকেটের পরিভাষায় যাকে বলে বানানা স্যুইং। সেই বলটির পরই রাতারাতি নায়ক হয়ে গিয়েছিলেন অনুরীত।
View this post on Instagram
সম্প্রতি বিরাট কোহলিও বারবার স্যুইংয়ের বিরুদ্ধে সমস্যায় পড়ছেন। সেটা সামলাতেই অনুরীতকে নেট বোলার হিসাবে ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বলে দীর্ঘক্ষণ ব্যাটিংও করেছেন কোহলি। ভক্তরা তাঁর ছন্দে ফেরার অপেক্ষায়।
আরও পড়ুন: সিএসকের সঙ্গে সম্পর্কে চিড়? সোশ্যাল পোস্ট মুছে জল্পনা বাড়ালেন জাডেজা