এক্সপ্লোর
হাতে বন্দুক, মুম্বইয়ে বন্ধুদের সঙ্গে ভার্চুয়াল পাবজি-তে মেতে ধোনি, ভাইরাল হল ভিডিও
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ধোনি ও তাঁর বন্ধুরা গেমিং গিয়ারে সজ্জিত। অর্থাৎ, হাতে রাইফেল, কানে ইয়ারপ্লাগ, চোখে থ্রি ডি চশমা। ধোনিকে বন্দুক হাতে পেশাদার সৈন্যর মতোই দেখিয়েছে।

মুম্বই: ভিডিও গেমসের প্রতি তিনি বরাবর আকৃষ্ট। মুম্বইয়ে বন্ধুদের সঙ্গে ভার্চুয়াল শ্যুটিংয়ে মাতলেন মহেন্দ্র সিংহ ধোনি। খেললেন পাবজি। জনপ্রিয় যে গেম এখন জাতীয় দলের অনেক তারকাকেও খেলতে দেখা যায়। জীতীয় দলের প্রাক্তন অধিনায়কের সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ধোনি ও তাঁর বন্ধুরা গেমিং গিয়ারে সজ্জিত। অর্থাৎ, হাতে রাইফেল, কানে ইয়ারপ্লাগ, চোখে থ্রি ডি চশমা। ধোনিকে বন্দুক হাতে পেশাদার সৈন্যর মতোই দেখিয়েছে। ধোনিরই এক বন্ধু ভিডিও রেকর্ড করেন। পরে তা ট্যুইট করা হয়।
ভিডিও গেমসের প্রতি ধোনির প্রেম সর্বজনবিদিত। আগে একবার তাঁর গেমসের সংগ্রহ শেয়ার করেছিলেন জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক। সম্প্রতি মুম্বইয়ের থানে-তে একটি গেমস পার্লারে দেখা গেল তাঁকে। তবে সেখানে ধোনিকে দেখার জন্য ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বেশিক্ষণ গেমসে মজে থাকা আর হয়ে ওঠেনি তাঁর।.@msdhoni’s fun evening with his friends in Mumbai. ❤️😇#Dhoni #MSDhoni #PUBG pic.twitter.com/syPYL8D9FH
— MS Dhoni Fans Official (@msdfansofficial) February 20, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















