Marlon Samuels: ক্রিকেট দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত, কঠোর শাস্তির মুখে জোড়া বিশ্বকাপজয়ী তারকা
West Indies: চার চারটি ধারায় দুর্নীতির অভিযোগে শাস্তির মুখে পড়তে হচ্ছে তাঁকে। কোনও ম্যাচ না খেললেও টি-টেন লিগে আইসিসির দুর্নীতিবিরোধী কোডের চারটি ধারা ভঙ্গ করেছেন মার্লন স্যামুয়েলস।
নয়াদিল্লি: শ্রীলঙ্কার স্পিনার সচিত্র সেনায়েকের বিরুদ্ধে গড়াপেটায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাঁর বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। তারই মাঝে ফের গড়াপেটার কলঙ্ক ক্রিকেটের বাইশ গজে।
কাঠগড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ়ের তারকা ক্রিকেটার মার্লন স্যামুয়েলস (Marlon Samuels)। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলেননি তিনি। তাঁর বিরুদ্ধে উঠেছিল দুর্নীতিতে জড়িত থাকার গুরুতর অভিযোগ। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ এবার প্রমাণিত। চার চারটি ধারায় দুর্নীতির অভিযোগে শাস্তির মুখে পড়তে হচ্ছে তাঁকে। কোনও ম্যাচ না খেললেও টি-টেন লিগে আইসিসির দুর্নীতিবিরোধী কোডের চারটি ধারা ভঙ্গ করেছেন মার্লন স্যামুয়েলস। যা জানিয়েছে খোদ বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। দোষী সাব্যস্ত হয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার। বড়সড় শাস্তি পেতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটার।
আইসিসি বিবৃতি দিয়ে গোটা ঘটনাটি জানিয়েছে বুধবারে। ২০১৯ সালে টি-টেন ফ্র্যাঞ্চাইজি টু্র্নামেন্টে খেলেছিলেন তিনি। সেখানে কর্নাটক টাস্কার্স দলে ছিলেন স্যামুয়েলস। যদিও সেবার কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ডের পক্ষে স্যামুয়েলসের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল আইসিসি। সেখানে চারটি ধারার কথা উল্লেখ করা হয়েছিল। উপহার, অর্থ, আতিথেয়তা বা অন্য সুবিধা নেওয়ার তথ্য আইসিসির দুর্নীতিদমন শাখার কর্মকর্তার কাছে গোপন করার গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে স্যামুয়েলসের বিরুদ্ধে। কড়া শাস্তির মুখে পড়তে হচ্ছে স্যামুয়েলসকে।
গড়াপেটার অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার (Sri Lanka) প্রাক্তন ক্রিকেটার সচিত্র সেনানায়েকের (Sachithra Senanayake) বিরুদ্ধেও। কলম্বোর এক স্থানীয় আদালত তাঁর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। ২০২০ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে (Lanka Premire League) তাঁর বিরুদ্ধে ম্যাচ গড়়াপেটার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের উপর ভিত্তি করে এই অফস্পিনারকে শাস্তি দিল আদালত।
সচিত্র সেনানায়েকে একটা সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছেন। কেকেআর বরাবরই বিস্ময় স্পিনারের প্রতি আকর্ষিত হয়েছে। সেনানায়েকে একটা সময় ঘূর্ণিজালে ব্যাটারদের বোকা বানাতে প্রসিদ্ধ ছিলেন। তারপরই তাঁকে সই করিয়েছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। তবে নাইট জার্সিতে সেনানায়েকের কেরিয়ার খুব একটা দীর্ঘ ছিল না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন