Yashasvi Jaiswal: দিল্লিতে যশস্বী-দাপট, ব্যাটিংয়ে ঝড় তুলে সেঞ্চুরি, ছন্নছাড়া ওয়েস্ট ইন্ডিজ
Yashasvi Jaiswal Century: ওয়েস্ট ইন্ডিজের স্পিন থেকে ফাস্ট- সব বলেই স্বছন্দে খেলে চলেছেন যশস্বী।

নয়া দিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপট দেখাচ্ছেন ভারতীয় ব্যাটাররা। সিরিজের দ্বিতীয় টেস্টে ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে ঝড় তুলে সেঞ্চুরি হাঁকালেন যশস্বী জয়সওয়াল। ১৪৭ বলে ১০৩ রান করে অপরাজিত রয়েছেন এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের স্পিন থেকে ফাস্ট- সব বলেই স্বছন্দে খেলে চলেছেন যশস্বী। শতরান করতে ১৬টি বাউন্ডারিও হাঁকিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন তরুণ ভারতীয় ওপেনার। এদিন ম্যাচের শুরু থেকে ধৈর্য নিয়েই বোলারদের ট্যাকল চলেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। মাথা ঠান্ডা করে ক্রিজে থেকে প্রথমে অর্ধশতরান করেন তিনি। তবে লাঞ্চ ব্রেকের পর নিজের খেলার স্পিডের গিয়ায়র বদল করেন। টেস্টের ভারসাম্য বজায় রেখেই কিছুটা আক্রমণাত্মক হন যশস্বী। যদিও ৯৮ রান থেকে শতরান করতে অনেকটাই সংযমের পরিচয় দিয়েছেন।
আগের টেস্ট ম্যাচে কেএল রাহুল সেঞ্চুরি করলেও এই ম্যাচে মাত্র ৩৮ রানে আউট হন। তিনি ফেরার পর সাই সুদর্শনের সঙ্গে পার্টনারশিপ তৈরি করেন যশস্বী। ১০০-র বেশি রানের পার্টনারশিপ তৈরি করেন তিনি এবং নিজের সেঞ্চুরিও পূর্ণ করেন।
𝐇𝐔𝐍𝐃𝐑𝐄𝐃 for Yashasvi Jaiswal! 💯
— BCCI (@BCCI) October 10, 2025
His 7⃣th in Test matches!
A knock of immense quality from the #TeamIndia opening batter 🫡
Updates ▶ https://t.co/GYLslRzj4G#INDvWI | @IDFCFIRSTBank | @ybj_19 pic.twitter.com/sTISIkC9yB
দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে ১৪৫ বলে সেঞ্চুরি এদিন দেখার মতো ছিল। যদিও আমদাবাদে হওয়া প্রথম টেস্টে দ্রুতই আউট হয়ে গিয়েছিলেন যশস্বী। ম্যাচ টেনেছিলেন কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা এবং ধ্রুব জুরেল। তিনটি সেঞ্চুরির দুর্দান্ত পারফর্ম্যান্স সহজেই জয় এনে দিয়েছিল ভারতকে। তবে রাজধানীতে নিজস্ব ছন্দে দ্বিতীয় টেস্টে ট্রেডমার্ক ছেড়ে গেলেন যশস্বী। ওয়েস্ট ইন্ডিজের পেসারদের শুরুর সুইং এবং বাউন্সের বিরুদ্ধে তাঁর ব্যাটিং নিয়ে প্রশংসায় মজেছে ক্রিকেটমহলও। পাশাপাশি আন্তর্জাতিক কেরিয়ারে তিন হাজার রানও করলেন এই বাঁ-হাতি ব্যাটার।
টেস্ট ক্রিকেটে এটা যশস্বী জয়সওয়ালের সপ্তম শতরান। তবে এরই মধ্যে রেকর্ড গড়েছেন তিনি। ২৪ বছর বয়সের আগে ক্রিকেট দুনিয়ায় যশস্বীর থেকে বেশি শতরান হাঁকাতে পেরেছেন ডন ব্র্যাডম্যান, শচীন তেন্ডুলকর, স্যার গারফিল্ড সোবার্স । এছাড়াও জাভেদ মিয়াঁদাদ, গ্রিন স্মিথ, অ্যালেস্টার কুক এবং কেন উইলিয়ামসন ও এই বয়সে সাতটি শতরান করেছেন টেস্ট ক্রিকেটে। সেই তালিকায় এবার জুড়ল যশস্বীর নামও।























