Amazon Deal: ৩০ হাজার টাকা ছাড়, iPhone 12 Pro-তে বছরের সেরা অফার
Amazon Deal On iPhone 12 Pro : বছর শেষের সেলে iPhone 12 Pro-তে বাম্পার ডিসকাউন্ট পাবেন অ্যামাজনে। এই অফারে ফোনটি ৪৫ হাজার টাকা কম দামে কেনা যাবে। জেনে নিন iPhone 12 Pro এর ডিল ও স্পেসিফিকেশন।
Amazon Deal On iPhone 12 Pro : আপনি যদি প্রফেশনাল ক্যামেরা ও ভিডিও শুট করতে চান, তবে iPhone 12 Pro এর ক্যামেরার কোনও বিকল্প নেই। ক্যামেরা ছাড়াও ফোনে রয়েছে কিছু অসাধারণ ফিচার। বছর শেষের সেলে iPhone 12 Pro-তে বাম্পার ডিসকাউন্ট পাবেন অ্যামাজনে। এই অফারে ফোনটি ৪৫ হাজার টাকা কম দামে কেনা যাবে। জেনে নিন iPhone 12 Pro এর ডিল ও স্পেসিফিকেশন।
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
New Apple iPhone 12 Pro (256GB) - Gold
iPhone 12 Pro-এর MRP 1,29,900 টাকা। যদিও অ্যামাজনের ডিল প্রাইসে এই ফোন 99,900 টাকায় সরাসরি 30 হাজার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।iPhone 12 Pro 256GB-র এই দাম রাখা হয়েছে। এতে 128GB স্টোরেজ অপশনের ও বিকল্প রয়েছে। যা 94,900 টাকায় পাওয়া যাচ্ছে।
এ ছাড়াও iPhone 12 Pro 256GB OneCard ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 10% বা 1500 টাকা ছাড় পাবেন গ্রাহক। HSBC ক্রেডিট কার্ডের সঙ্গে পাবেন 7.5% বা Rs.2000-এর ইনস্ট্যান্ট ছাড়৷ এই ফোনে 14,900 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস রয়েছে। এই ফোনে নো কস্ট ইএমআই-এর বিকল্পও রয়েছে, যাতে আপনি কোনও সুদ না দিয়েই প্রতি মাসে কিস্তিতে এর মূল্য শোধ করতে পারবেন।
অ্যাপলের এই ফোন কিনতে ক্লিক করুন এই লিঙ্কে
iPhone 12 Pro এর স্পেসিফিকেশন
iPhone 12 Pro-তে চারটি রং গোল্ড, সিলভার, গ্রে ও ব্লু-এর অপশন রয়েছে।
এটি 128, 256 ও 512 GB-র তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়।
এই ফোনের ক্যামেরা অসাধারণ। ফোনের প্রধান ক্যামেরা 12MP-র। ফোনে আল্ট্রা ওয়াইড ও একটি টেলিফটো ক্যামেরা সেন্সর রয়েছে। এই ফোনের ক্যামেরায় 4x অপটিক্যাল জুম রেঞ্জ রয়েছে।
এই ফোনের ক্যামেরায় নাইট মোড, ডিপ ফিউশন, পোর্ট্রেট মোড, স্মার্ট HDR 3, Apple ProRAW ও 4K Dolby Vision HDR রেকর্ডিংয়ের বৈশিষ্ট্য রয়েছে।
যার ফলে কম আলোতেও ফোনে ভাল ছবি আসে। বাকি ফোনের তুলনায় 87% বেশি পরিষ্কার ছবি তোলা যায় এই ক্যামেরার মাধ্যমে।
আরও ভালো AR অভিজ্ঞতা ও নাইট মোড পোর্ট্রেটের জন্য ফোনে রয়েছে LiDAR স্ক্যানার।
ফোনটিতে নাইট মোড, 4K ডলবি ভিশন, HDR রেকর্ডিং বৈশিষ্ট্য সহ একটি 12MP TrueDepth সেলফি ক্যামেরা পাবেন ক্রেতা।
ফোনে 6.1-ইঞ্চি স্ক্রিন ও সুপার রেটিনা XDR ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের সুরক্ষায় দেওয়া হয়েছে সিরামিক শিল্ড। যা যেকোনও স্মার্টফোনের কাচের থেকে শক্তিশালী।
ফোনে পাবেন A14 বায়োনিক চিপ। যার কারণে এটি বাকি স্মার্টফোনের তুলনায় অনেক দ্রুত চলে ও সহজে হ্যাং হয় না।
ফোনে রয়েছে সেরা IP68 ওয়াটার রেজিস্ট্যান্স সিস্টেম। এ ছাড়াও পাবেন ওয়্যারলেস চার্জিং সহ দ্রুত চার্জিং ফিচার।
অ্যাপলের এই ফোন কিনতে ক্লিক করুন এই লিঙ্কে