Amazon Deal: ৬০০ টাকার এই ডিভাইস খুবই কাজের জিনিস, অ্যামাজনের সেলে দেখে নিন এর ফিচার
Amazon deal On Panasonic Seekit: এই ডিভাইসের নাম Panasonic Seekit Loop Smart Tracker যা একটি ছোট চিপ।ক্যামেরা, পার্স, ল্যাপটপ ব্যাগ বা যেকোনও জিনিসের সাথে জুড়তে পারেন এই ডিভাইস।
Amazon deal On Panasonic Seekit: অ্যামাজনে 70% পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে এই স্মার্ট ডিভাইস। এই ডিভাইসের নাম Panasonic Seekit Loop SmartTracker যা একটি ছোট চিপ। আপনি এটি ফোন, গাড়ি বা বাড়ির চাবি, ক্যামেরা, পার্স, ল্যাপটপ ব্যাগ বা যেকোনও জিনিসের সাথে জুড়তে পারেন। Panasonic Seekit Loop SmartTracker ফোনে একটি অ্যাপের মাধ্যমে কানেক্ট করা যাবে। দেখে নিন কী কাজে আসে এই ডিভাইস।
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
Panasonic Seekit Loop SmartTracker (Black)
খুব দরকারি Seekit লুপ স্মার্টট্র্যাকার সেলে মাত্র 629 টাকায় পাওয়া যাচ্ছে যার দাম 1,999 টাকা। এই ডিভাইসে 1300 টাকার বেশি ডিসকাউন্ট রয়েছে। কীভাবে কাজ করে এই ডিভাইস ? প্যানাসনিক সি-কিট একটি স্মার্ট চিপের মতো ডিভাইস যা একটি অ্যাপের মাধ্যমে ফোনে ডাউনলোড করা যায়। আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে এর অ্যাপটি ডাউনলোড করতে পারেন। আপনি ফোন, ল্যাপটপ, চাবি, ক্যামেরা বা অন্য যেকোনও ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারেন কিট। এটি কানেক্ট করার জন্য, এর বক্সে একটি কি-চেন ও ডাবল সাইড টেপ দেওয়া থাকে।
Panasonic Seekit Loop Smart Tracker কিনুন এই লিঙ্কে ক্লিক করে
যে কোনও ডিভাইস বা 'কি' দিয়ে আপনি এটি কানেক্ট করতে পারবেন। এর জন্য আপনাকে ফোন অ্যাপে buzz-এ ক্লিক করতে হবে। এর পরে Panasonic Seekit বেজে উঠবে ও LED ইন্ডিকেটর অন্ধকারেও জ্বলে উঠবে। আপনার Panasonic Seekit সংযোগ বিচ্ছিন্ন হলে ফোনে এর বিজ্ঞপ্তি আসবে। এর মাধ্যমে ডিভাইসটি শেষপর্যন্ত কোথায় ছিল তাও জানতে পারবেন আপনি। Panasonic Seekit এর মাধ্যমে দুবার ট্যাপ করলে ফোনটি সাইলেন্ট মোডেও রিং টোনে আসবে। কোনও বিপদ সঙ্কেত পেলেই প্যানাসনিক সিকিট তিনবার চাপলে সতর্কবার্তা চলে যাবে। এই ক্ষেত্রে আপনার জিপিএস অবস্থান-সহ তিনটি নিকটবর্তী রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে যাবে বার্তা।
Panasonic Seekit Loop Smart Tracker কিনুন এই লিঙ্কে ক্লিক করে