BSNL Free Offer: ৪ মাস বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট দেবে BSNL , এই গ্রাহকরা পাবেন লাভ
BSNL গ্রাহকদের জন্য সুখবর। চার মাসের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানি। ভারত ফাইবারের ডিজিটাল সাবক্রাইবাররা পাবেন এই সুবিধা।
নয়াদিল্লি: BSNL গ্রাহকদের জন্য সুখবর। চার মাসের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানি। ভারত ফাইবারের ডিজিটাল সাবক্রাইবাররা Bharat Fibre and digital subscriber line (DSL) পাবেন এই সুবিধা। দেশের সব বিএসএনএল ব্রডব্যান্ড ও ল্যান্ডলাইন সাবক্রাইবাররাও নিতে পারবেন এই সুযোগ। তবে কিছু ক্ষেত্রকে এই পরিষেবা থেকে বাদ দিয়েছে কোম্পানি।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বাদে দেশের সব জায়গায় ভারত ফাইবার (Bharat Fibre) এই ট্যারিফ চালু করেছে। ৪৯৯ টাকা থেকে চালু হচ্ছে ভারত ফাইবারের হোম প্ল্যান। তবে BSNL-এর বিনামূল্যে চার মাস ব্রডব্যান্ডের পরিষেবা নিতে গেলে একসঙ্গে ৩৬ মাসের ল্যান্ডলাইন রেন্ট দিতে হবে গ্রাহককে। তবেই এই বিনামূল্যের পরিষেবা পাবেন তাঁরা। এই ব্রডব্যান্ড প্ল্যান অনুযায়ী, ৩৬ মাসের ভাড়ায় ৪০ মাসের ব্রডব্যান্ড পরিষেবা পাবেন গ্রাহকরা।
এখানেই শেষ নয়। এই ধরনের আরও ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি। যেখানে ২৪ মাসের অগ্রিম ভাড়া দিলে ৩ মাস ফ্রি সার্ভিস পাবেন গ্রাহকরা। কেউ যদি ১২ মাসের ব্রাডব্যান্ড ল্যান্ড লাইনের ভাড়ার টাকা একসঙ্গে দিয়ে দেন, তাহলে ১ মাস ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বিনামূল্যে পাবেন গ্রাহক। এই অফারের সম্পর্কে বিশদে জানতে 1800003451500 নম্বরে ফোন করতে হবে আগ্রহীদের। এ ছাড়াও BSNL-এর ওয়েবসাইট অথবা কাছের কাস্টমার কেয়ার সেন্টার থেকে যাবতীয় তথ্য পেয়ে যাবেন তাঁরা।
এর আগে গত বছর ফেব্রুয়ারিতে মহারাষ্ট্র সার্কেলের জন্য এই বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা চালু করেছিল কোম্পানি। এবার সেই পরিষেবাই পওয়া যাবে দেশের অন্যত্র।
আরও পড়ুন : BSNL offers : ৫০০ টাকার নিচে ৩৬৫ দিনের ভ্যালিডিটি, দিনে ২জিবি-৩জিবি ডেটা প্ল্যান দিচ্ছে BSNL