Smartphone: আপনার স্মার্টফোনে এই তিনটি সেটিংস অন থাকলে বাচ্চারা আর দেখতে পাবে না অ্যাডাল্ট কনটেন্ট
Adult Content: বাবা-মায়েদের চিন্তা দূর করার জন্য এসেছে মুশকিল আসান কিছু ফিচার বা সেটিংস। আপনার স্মার্টফোনে এইসব ফিচার অন থাকলেই আর বাচ্চারা কোনও অ্যাডাল্ট কনটেন্ট দেখতে পাবে না।
Smartphone Adult Content: আজকাল ইন্টারনেট (Internet) আমাদের প্রায় সকলেরই সঙ্গে। কারণ প্রায় সব বয়সীদের হাতেই রয়েছে স্মার্টফোন (Smartphone)। শিশুদের হাতেও আজকাল মোবাইল দেখা যায় হামেশাই। মূলত গেম খেলা আর বিভিন্ন ধরনের ভিডিও দেখার ব্যাপারেই তাদের আকর্ষণ থাকে। কিন্তু এইসব ভিডিও দেখতে গিয়েই অনেক ধরনের অ্যাডাল্ট কনটেন্ট (Adult Content) শিশুদের হাতে চলে আসে। শিশুদের জন্য এই জাতীয় কনটেন্ট একেবারেই আপত্তিকর। তাই অনেকক্ষেত্রেই বাচ্চাদের হাতে ফোন দিলেও চিন্তায় থাকেন অভিভাবকরা। তবে এবার বাবা-মায়েদের চিন্তা দূর করার জন্য এসেছে মুশকিল আসান কিছু ফিচার বা সেটিংস। আপনার স্মার্টফোনে এইসব ফিচার অন থাকলেই আর বাচ্চারা কোনও অ্যাডাল্ট কনটেন্ট দেখতে পাবে না। এক্ষেত্রে কী কী করতে হবে দেখে নেওয়া যাক।
এবার দেখে নেওয়া যাক স্মার্টফোনে কোন তিনটি সেটিংস অন রাখা প্রয়োজন
গুগল প্লে রেস্ট্রিকশন- এটি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যার সাহায্যে আপনি আপনার বাচ্চাকে ইন্টারনেটের অ্যাডাল্ট কনটেন্ট দেখার থেকে বিরত রাখতে পারেন। এর জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল প্লে রেস্ট্রিকশন অপশন অন করতে হবে। এই অপশন অন থাকলে সেটি শিশুকে তাদের বয়সের জন্য উপযুক্ত নয় এমন অ্যাপ, গেম এবং অন্যান্য ওয়েব রিসোর্স ডাউনলোড করতে বাধা দেবে। এই অপশন অন করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। এবার প্লে স্টোরের বাঁদিকের কোণে আপনি 'Parental controls' অপশন পাবেন, সেখানে ক্লিক করতে হবে। এর পরে আপনাকে এখানে একটি পিন সেট করতে বলা হবে। একবার পিন সেট হয়ে গেলে, আপনি প্রতিটি বিভাগের জন্য স্টোর ভিত্তিক বয়স রেটিং এর উপর ভিত্তি করে সীমাবদ্ধতা সেট করতে পারবেন।
গুগল ক্রোমে অন করুন সেফ সার্চ- গুগলের মধ্যে আপনি সেফ সার্চ অপশন পাবেন। এর মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে থাকা আপত্তিকর কনটেন্ট ব্লক কতে সাহায্য করে। এই সেফ সার্চ অপশন আপনার স্মার্টফোনে অন থাকলে বাচ্চারা গুগল ক্রোম ব্যবহার করলেও অ্যাডাল্ট কনটেন্ট বা কোনও আপত্তিকর বিষয়ের সম্মুখীন হবে না। আপনার ফোনে ক্রোমের আপডেটেড ভার্সান থাকতে হবে। ক্রোম খোলার পর ডানদিকে উপরের দিকের কোণে তিনটি ডট নজরে আসেবে। এই তিনটি ডটে ট্যাপ করুন। এখানে নতুন উইন্ডোতে সেটিং অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন। এরপরে, অ্যাডভান্সড বিভাগে গিয়ে প্রাইভেসি অপশনে যান। এখান থেকে সেফ ব্রাউজিং চালু করুন।
পেরেন্টাল অ্যাপ- অনেক পেরেন্টাল অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যায়, যেগুলো ব্যবহার করে আপনি আপনার স্মার্টফোনটিকে শিশুদের জন্য নিরাপদ করতে পারেন। এই অ্যাপগুলি ওয়েব ব্রাউজার, ইনস্ট্যান্ট মেসেঞ্জার, গেমস এবং অ্যাপ্লিকেশনগুলিতে বিভিন্ন প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট কনটেন্ট ব্লক করে। এর পাশাপাশি এইসব অ্যাপ ক্ষতিকারক লিঙ্কগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে, আপনার ডেটা গোপন রাখে এবং স্পাইওয়্যার ও বাগ খুঁজে বের করে৷
আরও পড়ুন- গরমে সুস্থ থাকতে মানতেই হবে কোন কোন নিয়ম? রইল টিপস