Jio New Recharge Plans: জিও- র রিচার্জে প্রতিমাসে কত বাড়ল আপনার খরচ?
Jio New Recharge Tariffs: জিও- র প্রতি মাসের রিচার্জের ক্ষেত্রে সবচেয়ে কম ৩৪ টাকা আর সর্বোচ্চ ৬০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে ইউজারদের। তবে রিচার্জ প্ল্যানের দাম বাড়লেও পরিষেবা কিন্তু একই থাকছে।
Jio New Recharge Plans: আজ ৩ জুলাই, ২০২৪ থেকে বাড়ছে জিও- র রিচার্জের খরচ (Jio New Recharge Tariffs)। যাঁরা প্রতি মাসে জিও- র রিচার্জ (Jio New One Moth Recharge Plans) করেন তাঁদের খরচ কতটা বাড়ল আগের তুলনায়, দেখে নিন একনজরে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামীকাল অর্থাৎ ৪ জুলাই থেকে এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন-আইডিয়ার (Vodafone Idea) রিচার্জ প্ল্যানের খরচও বাড়তে চলেছে। শুধু প্রিপেড নয় (Prepaid Recharge Plans), পোস্ট পেইড রিচার্জ (Post Paid Recharge Plans) প্ল্যানের ক্ষেত্রেও এই তিন সংস্থাই ট্যারিফ (Mobile Recharge Tariffs) বৃদ্ধি করেছে।
একমাসের রিচার্জ প্ল্যান
- ১৫৫ টাকায় আগে ২ জিবি ডেটা পাওয়া যেত ২৮ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ১৮৯ টাকা। এক্ষেত্রে খরচ বেড়েছে ৩৪ টাকা।
- ২০৯ টাকায় আগে ২৮ দিনের জন্য পাওয়া যেত, প্রতিদিন ১ জিবি করে ডেটা। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ২৪৯ টাকা। এক্ষেত্রে খরচ বেড়েছে ৪০ টাকা।
- ২৩৯ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যেত, ২৮ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ২৯৯ টাকা। এই প্ল্যানে খরচ বেড়েছে ৬০ টাকা।
- ২৯৯ টাকায় প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যেত। প্ল্যানের মেয়াদ ছিল ২৮ দিন। এই প্ল্যানের বর্তমানে দাম হয়েছে ৩৪৯ টাকা। এই রিচার্জের ক্ষেত্রে ৫০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে ইউজারদের।
- ৩৪৯ টাকায় প্রতিন ২.৫ জিবি ডেটা পাওয়া যেত। প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৩৯৯ টাকা। এই রিচার্জ প্ল্যানের খরচও ৫০ টাকা বেড়েছে।
- ৩৯৯ টাকায় দৈনিক ৩ জিবি ডেটা পাওয় যেত মোট ২৮ দিনের জন্য। এই রিচার্জ প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৪৪৯ টাকা। এক্ষেত্রেও ৫০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে।
অতএব জিও- র প্রতি মাসের রিচার্জের ক্ষেত্রে সবচেয়ে কম ৩৪ টাকা আর সর্বোচ্চ ৬০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে ইউজারদের। তবে রিচার্জ প্ল্যানের দাম বাড়লেও পরিষেবা কিন্তু একই থাকছে। অতিরিক্ত কোনও সুবিধা পাবেন না গ্রাহকরা।
আরও পড়ুন- ৮৪ দিন কিংবা এক বছরের রিচার্জ করেন? আজ থেকে জিও-র জন্য অতিরিক্ত কত টাকা দিতে হবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।