Lenovo IdeaPad Slim 5 Pro : ভারতের বুকে গেমচেঞ্জার ! IdeaPad Slim 5 Pro আনল Lenovo
Lenovo IdeaPad Slim 5 Pro: ল্যাপটপে একসঙ্গে চারটে প্রসেসর ভ্যারিয়েন্টের সুযোগ দিয়েছে কোম্পানি। ইন্টেলের প্রসেসর ছাড়াও ল্যাপটপে রয়েছে রাইজেন চিপসেট পাওয়ার সুযোগ।
নয়াদিল্লি: বিশ্ববাজারে এই ল্যাপটপ নিয়ে চর্চা হচ্ছিল বেশ কয়েক মাস ধরেই। যদিও কোভিডকালে ভারতের বাজারে দেখা যায়নি Lenovo-র এই নতুন ডিভাইস। অবশেষে দেশে লঞ্চ হল Lenovo IdeaPad Slim 5 Pro।
ল্যাপটপে একসঙ্গে চারটে প্রসেসর ভ্যারিয়েন্টের সুযোগ দিয়েছে কোম্পানি। ইন্টেলের প্রসেসর ছাড়াও ল্যাপটপে রয়েছে রাইজেন চিপসেট পাওয়ার সুযোগ। বিশ্বের টেক বিশেষজ্ঞরা বলছেন, এখনও ১০ ন্যানোমিটারে চিপসেট বানাচ্ছে ইন্টেল। সেখানে ৭ ন্যানোমিটার টেকনোলজি এনেছে রাইজেন। সেই রাইজেন প্রসেসর দেওয়া হয়েছে IdeaPad Slim 5 Pro-তে। রাইজেন সেভেন সিরিজ দেওয়া হয়েছে ল্যাপটপে। যা জেন থ্রি আর্কিটেকচারে তৈরি হয়েছে। রয়েছে রাইজেন ৫ পাওয়ার অপশন।
Lenovo IdeaPad Slim 5 Pro-এর দাম
নতুন এই ডিভাইসের দাম শুরু হচ্ছে ৭৭,৯৯০ টাকা থেকে।Lenovo.com ছাড়াও বিভিন্ন ই-কমার্স সাইট ও অফলাইনেও পাওয়া যাচ্ছে এই ল্যাপটপ। তবে একমাত্র স্টর্ম গ্রে রঙেই এই ল্যাপটপ কিনতে হবে ক্রেতাকে।Intel Core i5, Core i7 ছাড়াও AMD Ryzen 7, Ryzen 5-এ পাওয়া যাচ্ছে কোম্পানির নতুন এই ল্যাপটপ।
Lenovo IdeaPad Slim 5 Pro specifications
১৪ ইঞ্চির ল্যাপটপে 2.2K রেজোলিউশন দিয়েছে কোম্পানি। ১৬ ইঞ্চির মডেলে রয়েছে আইপিএস অ্যান্টিগ্লেয়ার ডিসপ্লে।দুটো মডেলেই রয়েছে ১০০ শতাংশ sRGB কালার গ্যামট ছাড়াও ৩৫০ নিটসের সর্বোচ্চ উজ্জ্বলতা। ল্যাপটেপ ১৬ জিবির RAM ছাড়াও দেওয়া হয়েছে ১টিবির এসএসডি স্টোরেজ। এখন উইন্ডোজ ১০-এ চললেও আগামী দিনে উইন্ডোজ ১১-এ আপগ্রেড করা যাবে এই ল্যাপটপ।
তবে সাধারণ ক্রেতার মনে চিন্তা বাড়াতে পারে এর ওজন। ১৪ ইঞ্চির ল্যাপটপের ওজন খুব একটা বেশি না হলেও ১৬ ইঞ্চির ওজন ১.৯ কেজি। ১৪ ইঞ্চির ওজন দাঁড়াচ্ছে ১.৩৮ কেজি। এই মডেলে দেওয়া হয়েছে ৫৬.৫ ওয়াটের ব্যাটারি। পাশাপাশি ১৬ ইঞ্চি মডেলে রয়েছে ৭৫ ওয়াটের বড় ব্যাটারি। ইতিমধ্যেই বিভিন্ন অনলাইন সাইট ও অফলাইনে বিক্রি শুরু হয়ে গিয়েছে ল্যাপটপের।