(Source: ECI/ABP News/ABP Majha)
Meta Threads: ৪ ঘণ্টায় ৫০ লক্ষ ইউজার, ট্যুইটারের চিন্তা বাড়াল থ্রেড !
Threads Launched: মেটার নতুন অ্যাপে সাইন আপের গতি দেখে রক্তচাপ বাড়তে পারে এলন মাস্কের ! মাত্র ৪ ঘণ্টায় ৫০ লক্ষ ব্যবহারকারীর সংখ্যা ছাড়াল মেটার সদ্য প্রকাশিত অ্যাপ থ্রেডস (Meta Threads)।
Threads Launched: মেটার নতুন অ্যাপে সাইন আপের গতি দেখে রক্তচাপ বাড়তে পারে এলন মাস্কের ! মাত্র ৪ ঘণ্টায় ৫০ লক্ষ ব্যবহারকারীর সংখ্যা ছাড়াল মেটার সদ্য প্রকাশিত অ্যাপ থ্রেডস (Meta Threads)। দ্রুত গতিতে ইউজার বাড়ছে এই অ্যাপের। অ্যাপের সাফল্যের নথি প্রকাশ করেছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ।
Twitter Updates: থ্রেডস দিচ্ছে 'থ্রেট' !
নতুন অ্যাপের এই গতি দেখে থ্রেডসে দ্রুত সাইন আপ শুরু করেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ার কারিগরদের মতে, এই গতিতে সাই আপ চলতে থাকলে দ্রুত টুইটারকে ছাড়িয়ে যেতে পারে থ্রেডস। যদিও আত্মপ্রকাশের দিনে এই নিয়ে চূড়ান্ত মতামত দিতে রাজি নন নেটিজেনরা। তবে মেটার নতুন অ্যাপের বৈশিষ্ট্য় দেখে থ্রেডসের সঙ্গে ট্যুইটারের তুলনা শুরু করেছেন তাঁরা।
Instagram: থ্রেডস নিয়ে ট্যুইটার ইউজারদের মধ্যেই দ্বিমত !
থ্রেডসের আত্মপ্রকাশের দিনেই ট্যুইটার ব্যবহারকারীদের মধ্যে দ্বিমত তৈরি হয়েছে। অনেকে ট্যুইটার ছেড়ে মেটার নতুন অ্যাপসে যাওয়ার কথা ভাবছেন। কারও মতে, ইনস্টাগ্রামের লিঙ্কগুলি থ্রেডসকে ব্যবহারকারীদের অনেকটাই সাহায্য করবে।
Threads VS Twitter: থ্রেডস বনাম ট্যুইটারের লড়াই
থ্রেডসে একই প্লাটফর্মে,টেক্সট, চ্যাট , ফটো আপলোড ছাড়াও লিঙ্ক পোস্ট ও ভিডিও আপলোড করতে পারবেন ইউজাররা।যা চিন্তায় ফেলতে পারে এলন মাস্কের কোম্পানি ট্যুইটারকে। সবথেকে বড় বিষয়, নতুন সিইও লিন্ডা ইয়াকারিনোর কাছে এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। যদিও নেটিজেনদের অনেকে মনে করেন, টুইটারের একটি সংবাদ-ভিত্তিক দৃষ্টিভঙ্গি রয়েছে যা ইনস্টাগ্রামে পাওয়া যায় না। প্রাথমিকভাবে এটি একটি ভিজ্যুয়াল প্ল্যাটফর্ম। সেই ভিজুয়াল প্লাটফর্মের ভিত্তি থেকেই থ্রেডসের উৎপত্তি। তাই এখনই থ্রেডস ট্যুইটারের জায়গা নিতে পারবে কিনা সন্দেহ।
Elon Musk: থ্রেডস মিয়ে মেটাকে খোঁচা মাস্কের
মেটার নতুন উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন ট্যুইটারের বস। মেটার নতুন প্ল্যাটফর্ম নিয়ে তিনি বলেন, ' ঈশ্বরকে ধন্যবাদ, ওরা খুবই বুদ্ধিমানভাবে চালাচ্ছে।' আসলে মেটার এই মাইক্রো ব্লগিং প্লাটফর্ম নিয়ে সম্প্রতি কোম্পানির মধ্য়ে একটি বৈঠক করেন চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্স। যেখানে থ্রেডসকে ট্যুইটারের পাল্টা প্লাটফর্ম বলে মন্তব্য করেন তিনি। যা শুনে এই খোঁচা দিয়েছেন মাস্ক। যদিও সাইন আপের পরিসংখ্যান বলছে, ট্যুইটারের জন্য থ্রেডস বড় 'থ্রেট' হতে পারে।