Moto G32: নতুন র্যাম-স্টোরেজ নিয়ে ভারতে হাজির মোটো জি৩২ ফোন, দাম কত?
Motorola Smartphone: মোটো জি৩২ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১১,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে।
Moto G32: গতবছর ভারতে লঞ্চ হয়েছিল মোটো জি৩২ (Moto G32) ফোন। ২০২২ সালের অগস্ট মাসে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হয়েছিল মোটো জি৩২ ফোন। এবার নতুন একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এই ফোন। নতুন করে মোটো জি৩২ ফোন লঞ্চ হয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে।
মোটো জি৩২ ফোনের নতুন ভ্যারিয়েন্টের দাম
মোটো জি৩২ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১১,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। এর আগে এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল ১০,৪৯৯ টাকায়। Satin Silver এবং Mineral Grey- এই দুই রঙে পাওয়া যাবে মোটো জি৩২ ফোনের নতুন ভ্যারিয়েন্ট।
মোটো জি৩২ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- মোটো জি৩২ ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট রয়েছে। ডুয়াল ন্যানো সিমের স্লট রয়েছে এই ফোনে।
- অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হবে মোটো জি৩২ ফোন। এছাড়াও এই ফোনে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৩ আপডেট।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে আয়তাকার ক্যামেরা মডিউল। সেখানে রয়েছে এলইডি ফ্ল্যাশ ইউনিট। এই ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাইয়ের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও ব্লুটুথ ভি ৫.২ কানেক্টিভিটি রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার এবং ডুয়াল মাইক্রোফোন ও ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
- মোটো জি৩২ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
iQoo Z7 5G: আইকিউওও জেড৭ ৫জি (iQoo Z7 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। অ্যামাজন এবং আইকিউওও ই-স্টোর থেকে কেনা যাবে আইকিউওও জেড৭ ৫জি ফোন। দুটো স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং দুটো রঙে লঞ্চ হয়েছে আইকিউওও সংস্থার এই ফোন।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও সংস্থার নতুন ৫জি ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?