Motorola Phones: এপ্রিলের শুরুতেই মোটোরোলার নতুন ফোন আসছে ভারতে, কেমন হবে ডিজাইন, কী কী ফিচার থাকতে চলেছে?
Motorola Edge 60 Fusion: ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে চলেছে এই ফোনে। এছাড়াও থাকবে ৫৫০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে ৬৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে।

Motorola Phones: মোটোরোলা এজ ৬০ ফিউশন ফোন ভারতে লঞ্চ হতে চলেছে এপ্রিল মাসের শুরুতেই। ২ এপ্রিল দুপুর ১২টায় এই ফোন দেশে লঞ্চ হবে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৬০ ফিউশন ফোন। নীল, সবুজ, গোলাপি এবং পার্পল - এই চার রঙে ভারতে লঞ্চ হবে মোটোরোলার নতুন ফোন। মোটোরোলা এজ ৬০ ফিউশন ফোনে অ্যান্ড্রয়েড ১৫- এর সাপোর্ট থাকবে। ইউজাররা পাবেন ৩ বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ৪ বছরের সিকিইউরিটি আপডেট।
মোটোরোলা এজ ৬০ ফিউশন ফোনের ডিজাইন কেমন হতে চলেছে
ফোনের ব্যাক প্যানেলে একটি চৌকো আকৃতিক রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। ফোনের ব্যাক প্যানেলে উপরের ডানদিকের কোণে থাকবে এই ক্যামেরা ইউনিট। সেখানে ক্যামেরা সেনসর ছাড়াও থাকবে এলইডি ফ্ল্যাশ ইউনিট। এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা সেনসর থাকতে চলেছে। অর্থাৎ মোটোরোলা এজ ৬০ ফিউশন ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। এছাড়াও এই ফোনের ডিজাইন এমনিতে হবে বেশ স্লিম এবং স্লিক। কার্ভড ডিসপ্লে থাকতে চলেছে। ফোনের ডানদিকের অংশে ভলিউম এবং পাওয়ার বাটন থাকবে। এখনও পর্যন্ত মোটোরোলা এজ ৬০ ফিউশন ফোনের এই ডিজাইনের ছবিই প্রকাশ্যে এসেছে।
কী কী ফিচার থাকতে পারে মোটোরোলা এজ ৬০ ফিউশন ফোনে, একনজরে দেখে নিন
- এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ প্রসেসর থাকতে চলেছে। এর সঙ্গে সর্বোচ্চ ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকবে। এই স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। একগুচ্ছ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই যুক্ত ফিচার থাকতে চলেছে মোটোরোলা এজ ৬০ ফিউশন ফোনে।
- ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে চলেছে এই ফোনে। এছাড়াও থাকবে ৫৫০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে ৬৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে মোটোরোলা এজ সিরিজের আসন্ন ফোনে। এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো ও জলে সহজে নষ্ট হবে না।
- মোটোরোলা এজ ৬০ ফিউশন ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে থাকতে চলেছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং একটি ম্যাক্রো লেন্স। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
