Oppo Smartphone: ওপ্পো এ১৭ এবং ওপ্পো এ১৭এস ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা, প্রকাশ্যে সম্ভাব্য দাম
Oppo: ওপ্পো এ১৭ এবং ওপ্পো এ১৭এস ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে শোনা গেলেও, এই ফোন কবে লঞ্চ হতে পারে তা এখনও জানা যায়নি।
Oppo Smartphone: ওপ্পো এ১৭ (Oppo A17) এবং ওপ্পো এ৭৭এস (Oppo A77s) - এই দুই ফোন ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। তবে এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। ভারতে অফলাইনে অর্থাৎ বিভিন্ন দোকান থেকে ওপ্পো এ সিরিজের এই দুই ফোন কেনা যাবে বলে শোনা গিয়েছে। আনুষ্ঠানিক ভাবে দেশে এই দুই ফোন লঞ্চের আগে তাদের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। ওপ্পো এ১৭ ফোন বাজেট সেগমেন্টে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে ওপ্পো এ৭৭এস ফোন মাঝামাঝি দামের রেঞ্জে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে, ওপ্পো এ১৭ ফোনে থাকতে পারে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। অন্যদিকে ওপ্পো এ৭৭এস ফোনে থাকতে পারে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। সম্প্রতি মালয়েশিয়ায় ওপ্পো এ১৭ ফোন লঞ্চ হয়েছিল। সেই ফোনে ছিল মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর এবং ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ ও ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।
মুম্বই ভিত্তিক একটি অফলাইন রিটেলার মহেশ টেলিকম ট্যুইটে জানিয়েছে ওপ্পোএ এ১৭ এবং ওপ্পো এ৭৭এস ফোন ভারতে লঞ্চ হবে। ওই রিটেলারের মতে ওপ্পো এ১৭ ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ১২,৪৯৯ টাকা। অন্যদিকে ওপ্পো এ৭৭এস ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ১৭,৯৯৯ টাকা। তবে ওপ্পো সংস্থা এখনও এই দুই ফোনের ভারতে লঞ্চ এবং তাদের সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।
কিছুদিন আগে চিনে লঞ্চ হয়েছে ওপ্পো ‘কে’ সিরিজের (Oppo K Series) নতুন ফোন ওপ্পো কে১০এক্স এই ফোনে রয়েছে একটি ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও ওপ্পোর এই ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ এবং ColorOS 12.1- র সাহায্যে। এই স্মার্টফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ওপ্পো কে১০এক্স ফোনে রয়েছে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচের ব্যাটারি।
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY 1,499- ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ হাজার টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম CNY 1,699- ভারতীয় মুদ্রায় প্রায় ১৯,৩০০ টাকা। এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY 1,999- ভারতীয় মুদ্রায় প্রায় ২২,৭০০ টাকা। Aurora এবং Polar Night- এই দুই রঙে চিনে লঞ্চ হয়েছে ওপ্পো কে১০এক্স ফোন।
আরও পড়ুন- আজ রাতে শেষ হচ্ছে ফ্লিপকার্টের সেল, শেষ মুহূর্তে দেখে নিন স্মার্টফোনের সেরা অফার