Oppo Smartphones: ওয়াশিং মেশিনে ফোন কাচা হলেও থাকবে একদম ঠিক ! ওপ্পোর নতুন ৫জি ফোনে আর কী কী চমক রয়েছে ?
Oppo F27 Pro Plus 5G: আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোনের বিক্রি। ডাস্ক পিঙ্ক এবং মিডনাইট নেভি- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো 'এফ' সিরিজের নতুন ৫জি ফোন।
Oppo Smartphones: ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোন (Oppo F27 Pro Plus 5G) লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি (5000 mAh Battery) এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং (Fast Charging) সাপোর্ট। ওপ্পোর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর পাবেন ইউজাররা। ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোনে IP69, IP68, IP66- তিনটি সার্টিফিকেশন রেটিং যুক্ত রয়েছে। তার ফলে ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না এই ফোন। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। চিনে লঞ্চ হওয়া ওপ্পো এ৩ প্রো ফোনের rebadged ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোন।
ভারতে ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে এই ফোন লঞ্চ হয়েছে, কবে থেকে বিক্রি শুরু হবে, জেনে নিন সবিস্তারে
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রি-অর্ডার প্রক্রিয়া। ওপ্পো অনলাইন স্টোর, অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে প্রি-অর্ডারের সুযোগ পাবেন ক্রেতারা। আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোনের বিক্রি। ডাস্ক পিঙ্ক এবং মিডনাইট নেভি- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো 'এফ' সিরিজের নতুন ৫জি ফোন।
ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নিন
- এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত থ্রিডি কার্ভড OLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন।
- এই ফোন পরিচালিত হবে Android 14-based ColorOS 14.0- এর সাহায্যে। ফোনের ডুয়াল ক্যামেরায় ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও রয়েছে ওয়াই-ফাই ৬, জিপিএস, ব্লুটুথ ৫.৩, ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- ভারতে হাজির শাওমি ১৪ সিভি ফোন, দাম কত? কী কী অফার রয়েছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।